১০ মার্চ, ২০১৮ ০৮:৫৪

বিজেপিকে ঠেকাতে কৌশলী মমতা

অনলাইন ডেস্ক

বিজেপিকে ঠেকাতে কৌশলী মমতা

কংগ্রেস প্রধান রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জি(ফাইল ছবি)।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ঠেকাতে কংগ্রেসকে পাশে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণায় সেই আভাস দিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান।

জি নিউজের খবর, পশ্চিমবঙ্গে রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে চারটি প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস এবং একটি আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলে ঘোষণা দিয়েছেন মমতা।

এদিকে, মমতার এই ঘোষণার পর রাজনৈতিক মহল জোর গুঞ্জন ২০১৯ সালে বিজেপি বিরোধীজোটের পথ সুগম করতেই এই সিদ্ধান্ত নিলেন মমতা। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিরোধী জোটে রাখতে কংগ্রেসের হাইকম্যান্ডও আগ্রহী বলে সূত্র জানিয়েছে। 

বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর