Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০১৮ ০২:২০ অনলাইন ভার্সন
শ্বশুর বাড়িতে রহস্যময় মৃত্যু জামাইয়ের
অনলাইন ডেস্ক
শ্বশুর বাড়িতে রহস্যময় মৃত্যু জামাইয়ের
প্রতীকী ছবি
bd-pratidin

ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনাতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরেছেন এক যুবক। নিহতের নাম সুমন মণ্ডল। পুলিশ সুমনের মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তার স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার হাবড়া কুমড়া পঞ্চায়েতের সোনাকানিয়া আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সুমনের বাড়ি বর্ধমান জেলায়। বছর সাতেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় হাবড়ার সোনাকানিয়া আদিবাসী পাড়া এলাকার বাসিন্দা রেখা মুন্ডার (২৫)। বিয়ের পরে কর্মসূত্রে সুমন ও রেখা হায়দরাবাদ থাকতেন। গত সপ্তাহে রেখা হাবড়ায় এসেছিলেন। রবিবার বিকালে হাবড়ায় শ্বশুরবাড়িতে আসেন সুমন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। পয়লা বৈশাখের রাতে মদ্যপ সুমনের সঙ্গে ঝগড়া বাঁধে রেখার। 

এর পর রাতেই শ্বশুরবাড়িতে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে রেখা ও তাঁর মা সারথী মণ্ডল স্থানীয়দের ডেকে আনেন। স্থানীয়রা দড়ি কেটে তাঁকে নামায়। সেই সময়েও সুমনের দেহে প্রাণ ছিল বলে জানায় প্রতিবেশীরা। এর পর স্থানীয় চিকিৎসককে বাড়িতে ডেকে আনা হলে তিনি সুমনকে মৃত বলে ঘোষণা করেন। 

বিডিপ্রতিদিন/ ই-জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow