২২ মে, ২০১৮ ০০:০৫

পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে অস্ত্রসহ এক বাংলাদেশি আটক

কলকাতা প্রতিনিধি:

পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে অস্ত্রসহ এক বাংলাদেশি আটক

অস্ত্রসহ বাদশা মিয়া নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ। রবিবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় অস্ত্রসহ কুখ্যাত বাংলাদেশি দুর্বৃত্তকে আটক করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে চোরাই পথ দিয়ে ভারতে প্রবেশ করে বনগাঁ থানার অধীন কালোপুর এলাকায় ঘাঁটি গেড়েছিল বাদশা। গোপন সূত্রে এই খবর পেয়ে রবিবার রাতে অভিযানে নামে বনগাঁ থানার পুলিশ। এরপর কালোপুর এলাকা থেকে ওই দুর্বৃত্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশী বন্দুক ও এক রাউন্ড কার্তুজ।

আরো জানা যায়, বাংলাদেশি ওই নাগরিক কয়েক বছর আগে পুলিশের নজর এড়িয়ে সীমান্ত পেরিয়ে এই কালোপুর এলাকায় গা ঢাকা দেয়। এরপর স্থানীয় এক যুবতীকে বিয়ে করে নিজের আসল নামও পাল্টে ফেলে। বাদশা একটা সময় বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় অসামাজিক কাজকর্মের অভিযোগও রয়েছে। 

সোমবার বাদশাকে বনগাঁ মহুকুমা আদালতে তোলা হলে ১০ দিনের রিমান্ডের নির্দেশ দেয় আদালত। 


বিডি প্রতিদিন/২১ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর