১২ জুন, ২০১৮ ২১:৫৮

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ইফতার মহফিল

কলকাতা প্রতিনিধি:

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ইফতার মহফিল

রাজনীতিক, কূটনৈতিক, সংস্কৃতিকর্মী ও মিডিয়াকর্মীদের সম্মানে ইফতারের আয়োজন করেছে কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশন। মঙ্গলবার সন্ধ্যায় ৯, বঙ্গবন্ধু শেখ মুজিব সরণীর মিশন প্রাঙ্গণে এই ‘ইফতার মহফিল’-এর আয়োজন করা হয়। ইফতারের আগে ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানসহ মিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত সুধীদের স্বাগত জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। 

এদিনের ইফতারে উপস্থিত ছিলেন মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবালসহ মিশনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষাবিদ পবিত্র সরকার, কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ও প্রকাশক শুধাংশু শেখর দে, দূরদর্শন কলকাতার সাবেক ডিরেক্টর পঙ্কজ শাহাসহ বিশিষ্টরা। এর পাশাপাশি কলকাতাস্থ যুক্তরাজ্য, থাইল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানি দূতাবাসের প্রতিনিধিরাও। 

তৌফিক হাসান জানান ‘প্রতিবছরের মতো এবছরও ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ’এর কাছে দোয়া করা হল যাতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমসহ অন্য ধর্মের মানুষরা ভাল থাকেন। সমগ্র মানুষের উন্নতি, প্রগতির ধারা বজায় থাকে’।  


বিডি প্রতিদিন/১২ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর