১৭ আগস্ট, ২০১৮ ০০:৫৬

বাংলাদেশ ভারতের স্বাভাবিক বন্ধু : ফিরহাদ হাকিম

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশ ভারতের স্বাভাবিক বন্ধু : ফিরহাদ হাকিম

বাংলাদেশকে সবচেয়ে কাছের বন্ধু ও স্বাভাবিক বন্ধু হিসাবে আখ্যায়িত করে পশ্চিমবঙ্গের পুর ও নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন ‘বাংলাদেশ কেবল প্রতিবেশি দেশই নয়, আমাদের খুব হৃদয়ের কাছে। বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিতে ভারতের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাদের সংগ্রামই আমাদের সংগ্রাম। বাংলাদেশ সৃষ্টির পর থেকে সেই দেশটির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠেছে ভারতের।’

বৃহস্পতিবার কলকাতার এক পাঁচ তারকা হোটেল (ওবেরয় গ্র্যান্ড) দ্য কনফেডারেশন অব ওয়েষ্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন (সিডব্লিউবিটিএ) ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 

দুই বাংলার ভাষা, সংস্কৃতির মিলের কথা উল্লেখ করে মন্ত্রীর অভিমত ‘দিল্লি ভারতের রাজধানী হলেও বাংলাদেশ থেকে এদেশে ভ্রমণে এসে দিল্লির থেকে কলকাতাকেই তারা বেশি আপন মনে করে। আমরা পশ্চিমবঙ্গবাসীও তাদের এই সঙ্গ দারুভভাবে উপভোগ করি।’

ফিরহাদ হাকিম জানান ‘কিছু মানুষ ধর্ম, জাতি, বর্ণের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছে কিন্তু যেটা দ্বিপাক্ষিক সম্পকৃ ও বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেরত পারে। কিন্তু আমরা মানবতায় বিশ্বাসী। লাল ফিতার ফাঁস কাটিয়ে দুই দেশের সীমান্ত বাণিজ্যও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান। 

অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ভারত-বাংলাদেশ চেম্বার অব কর্মাস অব ইন্ডাস্ট্রিজ’এর প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদ জানান, বাধা কাটিয়ে খুব শীঘ্রই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ আসতে চলেছে। 

ইলিশ রপ্তানি নিয়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে মাতলুব আহমেদ বলেন ‘ইলিশ মাছ প্রায় তিন চার বছর বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন আমি এফবিসিসিআই’এর প্রেসিডেন্ট ছিলাম, বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও কথা হয়েছে। আমাদের দেশে ইলিশের দামটা হঠাত করে বৃদ্ধি পাওয়ায় আমরা ইলিশ রপ্তানিতে বাধা পড়েছিল, কিন্তু বর্তমানে ইলিশের উৎপাদন বেড়ে গেছে। আমরাও আমাদের সংগঠনের তরফে সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি যে ইলিশ রপ্তানি শুরু করা হোক। আমরা আশা করবো শিগগিরই ইলিশের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে।’ 

এই প্রেক্ষিতে ওই অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান ‘ইলিশ আসলে তো ভালই হয়। আমরা বাংলাদেশের ইলিশ খেতে ভালবাসি। হাসিনার বাড়িতে গিয়ে আমিও ইলিশ খেয়ে এসেছি।’

এদিনের অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ উভয় দেশের দশজন ব্যক্তিকে দ্য কনফেডারেশন অব ওয়েষ্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন (সিডব্লিউবিটিএ) ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়। যার মধ্যে অন্যতম সাংবাদিক শামিমা আখতার, ভারতের দুরদর্শনের সাংবাদিক স্নেহাশিস সুর, শিল্পপতি হরভজন সিং প্রমুখ। 
            
     

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর