২৯ আগস্ট, ২০১৮ ২২:১৪

কলকাতায় কবিগুরুর কবিতা সমগ্রের ডিজিটাল আর্কাইভ

কলকাতা প্রতিনিধি:

কলকাতায় কবিগুরুর কবিতা সমগ্রের ডিজিটাল আর্কাইভ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমগ্র এবার ডিজিটাল প্রযুক্তির সাথে যুক্ত হল। কবিগুরুর প্রায় সাড়ে তিন হাজার কবিতার সংকলনের একটি ডিজিটাল আর্কাইভ উন্মুক্ত করা হয়েছে। তবে কেবলমাত্র কবিতাসমগ্রই নয়, প্রায় পাঁচ হাজার আবৃত্তি (যার মধ্যে রবীন্দ্রনাথের কণ্ঠেই ১৫ টি), ২৪৫ জন শিল্পীর গাওয়া ১১০ টি রবীন্দ্রসঙ্গীত, ১০৩ ইংরেজি আবৃত্তির সংকলনও রয়েছে এই আর্কাইভে। দীর্ঘ প্রায় পাঁচ বছরের গবেষণার পর ডা. পূর্ণেন্দু বিকাশ সরকারের প্রচেষ্টায় প্রকাশিত হল কবিগুরুর কবিতা সমগ্র নিয়ে এই ডিজিটাল সংস্করণ। 

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরুর কবিতা সমগ্রের ডিজিটাল আর্কাইভের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দুই বাংলার কবি-সাহিত্যিকরা। এমন এক উদ্যোগ সফল হওয়ায় খুশি দুই বাংলার বিশিষ্টজনরা। 

বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মোস্তাফা জানান ‘রবীন্দ্রনাথের কবিতা, গান নিয়ে ডিজিটালভাবে একটা আর্কাইভ করা এবং সারা বিশ্বের বাঙালির মধ্যে এটা ছড়িয়ে দেওয়া- নি:সন্দেহে এটা ভাল উদ্যোগ। এর পাশাপাশি দুই বাংলার মধ্যে যে সম্পর্ক ছিল তা এর মাধ্যমে আরও সুদৃঢ় হল বলেই মনে হয়। এই ধরনের প্রয়ান নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।’

সঙ্গীতশিল্পী শ্যামা রহমান জানান ‘এই ধরনের একটা উদ্যোগ খুবই স্পর্শ করেছে। এতদিন এটা ছিল না, আজ এটা করা হল এবং এটি ডকুমেন্টশনে থেকে যাবে।’ 

বিশ্বকবির সৃষ্টি নিয়ে নতুন প্রজন্মের অনেকের মধ্যে রয়েছে বাড়তি কৌতূহল। সেই চাহিদা মেটাতে চলছে নানা ধরনের পরীক্ষামূলক কাজ। যা অনেক ক্ষেত্রেই প্রকৃত রবীন্দ্র গবেষকদের মনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত ব্রততী বন্দ্যোপাধ্যায় বলেন ‘পরীক্ষা নিরীক্ষা হবে। কোনটা টিকে থাকবে কোনটা থাকবে না তা মানুষই বলবে।’

পেশায় চক্ষু চিকিৎসক ডা. পূর্ণেন্দু বিকাশ সরকার জানান ‘এতগুলো গান, কবিতা, এত শিল্পীর অংশগ্রহণ-সবকিছু গবেষণা করা, সাজানো, সফটওয়্যারে ফেলা-সবকিছু মিলিয়ে এটা একটা দীর্ঘ ও জটিল কাজ। এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ, শিক্ষাবিদ পবিত্র সরকার, কলকাতাস্থ বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, দুরদর্শন কলকাতা কেন্দ্রের সাবেক ডিরেক্টর পঙ্কজ শাহা, কবি সুবোধ সরকার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেন প্রমুখ।
 

বিডি প্রতিদিন/২৯ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর