১ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৪৮

গোপন ডেরায় সন্তানের জন্ম দিলেন...

অনলাইন ডেস্ক

গোপন ডেরায় সন্তানের জন্ম দিলেন...

গ্রাম পঞ্চায়েত-এর বোর্ড গঠনকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সহিংসতায় ৯ জন নিহত এবং পুলিশসহ অর্ধশতািধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন সহিংসতার বিষয়টা আগেই আঁচ করতে পেরে নির্বাচনে জয়ী অনেক প্রার্থীই রাজ্য ছেড়েছিলেন। এই তালিকায় ছিলেন কিছু অন্তঃসত্ত্বা নারী প্রার্থীও। এদের মধ্যে থেকে ঝাড়খণ্ডের কোনও এক গোপন ডেরায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী দুই বিজেপি প্রার্থী মা হয়েছেন। 

কলকাতা টোয়েন্টিফোরের খবর, পঞ্চায়েত নির্বাচনের ফল বের হওয়ার পর থেকেই বিজেপির প্রায় আড়াই হাজার কর্মী পশ্চিমবঙ্গ ছাড়া। খুন এবং অপহরণের আশঙ্কায় বাড়ি ছেড়ে তারা এখন বাংলার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আত্মগোপন করে রয়েছেন। কিন্তু তাঁরা সকলেই জয়ী। পঞ্চায়েতের বোর্ড গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁদের।

সেক্ষেত্রে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ড গঠনের আগে নিরাপত্তা দিয়ে ফেরত আনা হচ্ছে ওই প্রার্থীদের। তারপরই তাঁরা বোর্ড গঠনে অংশ নিচ্ছেন। এবছরের পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ (যা প্রায় ২০ হাজারেরও বেশি) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বাকি আসনে বোর্ড গঠন হলেও ওই আসলগুলিতে বোর্ড গঠন ঝুলেই ছিল। সর্বচ্চো আদালতের রায়ে অতি সম্প্রতি সেই আসনগুলিতে বোর্ড গঠন শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই হানাহানি অব্যাহত।

রাজ্য বিজেপি পর্যবেক্ষণ করেছে, সে সময় পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি, সেই সময় তাঁদের জয়ী প্রাথীদের একাংশ নিজেদের বাড়িতে থাকলে মৃত্যু বা অপহরণের আশঙ্কা থেকেই যাচ্ছে। কেউ কেউ টাকার টোপ কিংবা হুমকি পেতে পারের। নারী-পুরুষ নির্বিশেষে ওই প্রার্থীদের বাড়ি থেকে সরানোই মঙ্গল।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘পাশের বিহার, ঝাড়খন্ড, অসম সরকারের সহযোগিতায় ওই আড়াই হাজার জয়ী প্রার্থীকে বিভিন্ন গোপন ডেরায় পাঠিয়ে দেওয়া হয়। প্রতিবেশী রাজ্যের সরকার তাঁদের দায়িত্ব নিয়ে রেখে দেয় ওই গোপন আস্তানায়। এমনই ঝাড়খন্ডের এক গোপন ডেরায় জন্ম হয় দুই সদ্যোজাতের।’’

বিডি-প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর