৩ সেপ্টেম্বর, ২০১৮ ১০:২৯

ওষুধের বদলে ৪টি সূচ গিললেন নারী, অতঃপর...!

অনলাইন ডেস্ক

ওষুধের বদলে ৪টি সূচ গিললেন নারী, অতঃপর...!

প্রতীকী ছবি

নিলুফা বিবি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কেশরপুর গ্রামের বাসিন্দা। তিনি বাড়িতে সেলাইয়ের কাজ করেন। গত শুক্রবার রাতে লোডশেডিং হয়ে যাওয়ায় অন্ধকারে ওষুধ খেতে যান তিনি। কিন্তু ওষুধের বদলে ভুল করে সেলাই করার চারটি সূচ পানি দিয়ে খেয়ে নেন তিনি। 

একটি সূচ গালে আটকে যায়। বাকি তিনটি সূচ খাদ্যনালি পর্যন্ত চলে যায়। প্রচণ্ড শ্বাসকষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা তাকে মালদহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সিএআরএম পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয় তার। প্রায় এক ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে শ্বাসনালি থেকে বের করা হয় দুটি সূচ। এখনও একটি সূচ ভিতরের মাংসপেশিতে আটকে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাতে কোনও ভয়ের কারণ নেই। বর্তমানে সেই নারী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর