৭ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০৫

কলকাতার পর এবার শিলিগুড়িতে ভেঙে পড়ল সেতু

অনলাইন ডেস্ক

কলকাতার পর এবার শিলিগুড়িতে ভেঙে পড়ল সেতু

কলকাতার পর এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সেতু ভেঙে পড়েছে। শুক্রবার সকালে একটি ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এতে আহত হয়েছেন ট্রাকের চালক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল সেতুটি। কিন্তু কোনও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি

সূত্রের খবর, শিলিগুড়ির চটহাট-ফাঁসিদেওয়ার অঞ্চলের যোগাযোগকারী একমাত্র সেতু এটি। কৃষিপ্রধান এই এলাকার লোকজন ভীষণভাবে এই সেতুর উপর নির্ভরশীল। সেতু ভেঙে পড়ায় চিন্তা বেড়েছে স্থানীয়দের।
 
গত মঙ্গলবার বিকেলেই আচমকা ভেঙে পড়ে কলকাতার মাঝেরহাটের সেতুটি। প্রাণ হারান তিনজন এবং বেশ কয়েকজন আহত হন। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, এ শহরে এমন আরও অনেকগুলি সেতু রয়েছে যেসবের অবস্থা বিপজ্জনক।
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর