১১ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:০৯

আসামে নাগরিক তালিকা বাদ পড়াদের বিতাড়িত করা হবে: রাম মাধব

দীপক দেবনাথ, কলকাতা

আসামে নাগরিক তালিকা বাদ পড়াদের বিতাড়িত করা হবে: রাম মাধব

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, অাসাম রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়াদের ভোটাধিকার খর্ব করা হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে বিজেপির এই নেতা আরও বলেছেন, এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের বিষয়টি সুনিশ্চিত করবে এনআরসি। ভোটার তালিকা থেকে সেই অসব অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া ও সমস্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে তাদের বঞ্চিত করা এবং তৃতীয় ধাপটি হবে তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো।

তিনি জানান, ১৯৮৫ সালে অাসাম চুক্তি অনুযায়ী সরকার এ রাজ্য থেকে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে বদ্ধ পরিকর।

উল্লেখ্য, গত ৩০ জুলাই অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’এর কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয় ২.৮৯ কোটির কিছু বেশি মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর