১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৫৮

পশ্চিমবঙ্গে ভূমিকম্পে যুবক নিহত

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গে ভূমিকম্পে যুবক নিহত

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। নিহত যুবকের নাম সম্রাট দাস (২২)। বাড়ি শিলিগুড়ি পৌরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়।
বুধবার সকাল ১০.২০ মিনিট নাগাদ ভূমিকম্পণ অনুভূত হয় শিলিগুড়িসহ রাজ্যটির উত্তরবঙ্গের একাধিক এলাকায়। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি, অফিস ছেড়ে বাইরে বা খোলা আকাশের নিচে চলে আসেন। ভূমিকম্পের সময় নিজের বাড়ির দোতলার ঘরেই ছিলেন সম্রাট। সে সময় আতঙ্কে সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামার সময় পিছলে নিচে পড়ে যান তিনি। সাথে সাথেই অচেতন হয়ে পড়েন, শুরু হয় রক্তক্ষরণ। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি বেসরকারি কলেজের ‘ব্যাচেলর অফ এডুকেশন’ (বিএড)-এর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন সম্রাট। পূজার ছুটিতে কয়েকদিন আগেই বাড়িতে আসেন সম্রাট। ছুটি শেষে পূজার পরই ফের কলেজে ফেরার কথা ছিল। সম্রাটের এই অকাল মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে বাবা-ম সহ নিকট আত্মীয়রা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর