২০ অক্টোবর, ২০১৮ ১৩:১৪

'বাচ্চু ভাই'র মৃত্যুতে শোকজ্ঞাপন কলকাতার

দীপক দেবনাথ, কলকাতা

'বাচ্চু ভাই'র মৃত্যুতে শোকজ্ঞাপন কলকাতার

৯০ এর শতকে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি কেবল বাংলাদেশের সঙ্গীতশিল্পের অন্যতম সৃষ্টিই নয়, কলকাতার নতুন প্রজন্মের শ্রোতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছিল সেই গান। ওই গানের প্রতি মুগ্ধ হয়েই পশ্চিমবঙ্গের রাজধানী থেকে উত্থান হয় একের পর এক বাংলা ব্যান্ডের দল। তৎকালীন সময়ে এমন কোন বাংলা ব্যান্ড ছিল না যারা বাচ্চুর ‘সেই তুমি’ দিয়ে অনুষ্ঠান শুরু করতো না। কার্যত সেই সময় থেকেই মৃত্যুর আগ পর্যন্ত কলকাতার যুব সমাজের কাছে আইডল ছিল আইয়ুব বাচ্চু।

দুর্গাপূজায় নবমীর সকালে তার আকস্মিক মৃত্যু কেবল কলকাতার সঙ্গীতপ্রেমীদের কাছেই নয়, গোটা শহরবাসীর মনেই নাড়া দিয়ে যায়। কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীর প্রয়াণের পর গত দুই দিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেই তার জন্য শোকজ্ঞাপন করেছেন, আত্মার শান্তি কামনা করেছেন অগুণিত ভক্তরা। সদ্য সমাপ্ত দুর্গাপূজার শেষ দুইদিন কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক পূজা মণ্ডপেও অন্য গানের সাথে বেজেছে বাচ্চুর সেরা গানগুলি।

কলকাতার বিশিষ্ট গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায় টুইটে এই মহান গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন ‘বাচ্চু ভাই-এর (আইয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।

বাচ্চুর মৃত্যু ও তার একদিন আগে বিশিষ্ট সাংবাদিক, লেখক পৌলমী সেনগুপ্তর মৃত্যুতে শোকপ্রকাশ জানিয়ে ‘ফসিল’ ব্যান্ড-এর রূপম ইসলাম তার টুইট পেজে লেখেন ‘কী হচ্ছে গতকাল থেকে? গতকাল পৌলমী আর আজ বাচ্চুভাই...আর কী কী দুঃসংবাদ শুনতে হবে? আইয়ুব বাচ্চু। সেই তুমি কেন এত অচেনা হলে!’

একটি পুরোনো ভিডিও পোস্ট করে তিনি লেখেন ‘স্মরণ করছি। ফিরে দেখছি আমাদের শেষ সাক্ষাৎকার। আমার বাড়িতে অনেক পরিকল্পনা হয়েছিল এর পর। কিছুরই বাস্তবায়ন হল না। শ্রদ্ধা।’

প্রতিষ্ঠিত গায়ক ও ছবি পরিচালক অঞ্জন দত্ত জানান ‘আইয়ুব বাচ্চুর মৃত্যু বড় ক্ষতি।’

আরেক বিশিষ্ট গায়ক ও ক্যাকটাস ব্যান্ডের সদস্য সিদ্ধার্থ সরকার, যিনি সিধু নামেই পরিচিত জানান, ‘বাচ্চু ভাই হল একজন কিংবদন্তী, আইকন ও চিরহরিৎ অনুপ্রেরক।' তাঁর আত্মার প্রতি শান্তি কামনা করে সিধু জানান ‘তুমি ছিলে, তুমি আছো এবং চিরদিন থাকবে’।

তবে শুধু সঙ্গীত জগতেরই নয়, রাজনীতিবিদ, সাংবাদিকরাও মর্মাহত বাচ্চুর এভাবে চলে যাওয়ায়। সাংবাদিক শুভজিৎ পুততুন্ডু জানান, ‘আইয়ুব বাচ্চুর গান আমাদের মতো তরুণ প্রজন্মকে এখনও উদ্বেলিত করে। তাঁর ‘সেই তুমি কেন এতো অচেনা হলে..গানটি গাইলে এখনও শরীরের কাঁটা দেয়। গান যতদিন থাকবে ততদিন তিনিও বেঁচে থাকবেন।’

রাজনীতিবিদ ও রাজ্যসভার সাংসদ রীতব্রত ব্যানার্জি জানান, ‘খুবই হৃদয়বিদারক ঘটনা। আমাদের ছাত্র জীবনে বাচ্চু ভাই ছিলেন সেরা পছন্দের গায়ক।’

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন আইয়ুব বাচ্চু। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর