২ ডিসেম্বর, ২০১৮ ০০:২৭

ভারতে ট্রেনে বিস্ফোরণ

দীপক দেবনাথ, কলকাতা:

ভারতে ট্রেনে বিস্ফোরণ

যাত্রীবাহী ট্রেনের মধ্যেই বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। যদিও বেসরকারি মতে আহতের সংখ্যা অন্তত ১১ জন। ঘটনাটি ঘটেছে ভারতের অাসামের উদলগুড়িতে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ কামাখ্যা-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসের ভিতর ওই বিস্ফোরণ হয়। 

দেশটির পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় হরিসিঙ্গা রেল স্টেশনে ঢোকার আগেই ওই এক্সপ্রেস ট্রেনটিতে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। যাত্রীদের শরীরে ঢুকে যায় স্পিল্টারের টুকরো। আহত যাত্রীদের হরিসিঙ্গা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। 

উত্তর-পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তা জে.কে.শর্মা জানান ‘সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরায় এই বিস্ফোরণ ঘটে। তাতে ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়।’ 

বিস্ফোরণের পিছনে অাসামের জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (আলফা)-এর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। 

এ ব্যাপারে অসম পুলিশের ডিজিপি (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, ‘তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।’ এই বিস্ফোরণের ঘটনায় গ্রেনেড হামলা নাকি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটেছে তাও এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর