শিরোনাম
৫ জানুয়ারি, ২০১৯ ০০:৫৮

'প্রকৃত ভারতীয় নাগরিকদের এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া হবে না'

দীপক দেবনাথ, কলকাতা

'প্রকৃত ভারতীয় নাগরিকদের এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া হবে না'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা থেকে প্রকৃত ভারতীয়দের বাদ রাখা হবে না। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই সংসদে নাগরিকত্ব বিল (সংশোধনী) পাস করা হবে। 

শুক্রবার আসামের শিলচরে একটি অনুষ্ঠান থেকে আসামবাসীদের আশ্বাস দিয়ে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, এনআরসি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পর অনেক মানুষ বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন। সেটা আমি জানি কিন্তু আমি আশ্বাস দিচ্ছি যে প্রকৃত ভারতীয়দের উপর কোন অন্যায় হবে না। 

শিলচরের কালিনগর-এ বিজয় সংলাপ সমাবেশে তিনি আরও বলেন, সংসদে নাগরিকত্ব (সংশোধনী) বিল আনা হচ্ছে। খুব শিগগিরই সংসদ এটা পাস করা হবে। এটা খুবই আবেগপ্রবণ এবং মানুষের জীবনের সঙ্গে জড়িত। এটা কারও ব্যক্তিগত সুবিধার জন্য নয়। আর এতে কারও প্রতি অন্যায় হবে না। আমি আশা করি খুব শিগগিরই সংসদে এই বিলটি পাস করা হবে।

বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর