৫ জানুয়ারি, ২০১৯ ১৬:৫৯

আমার সরলতাই জনপ্রিয়তার অন্যতম কারণ : নচিকেতা

দীপক দেবনাথ, কলকাতা

আমার সরলতাই জনপ্রিয়তার অন্যতম কারণ : নচিকেতা

আসলে আমি খুব সরল একটা মানুষ, তাই বোধহয় লোকে আমাকে এত বেশি পছন্দ করে। বাংলাদেশের মাটিতে তার এত জনপ্রিয়তার কারণ হিসাবে এমনই মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। 

গতকাল শুক্রবার কলকাতার নজরুল মে  বাংলা উৎসবে যোগ দিতে এসে জনপ্রিয়তার কারণ জানতে চেয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ‘বোধহয় আমার সিমপ্লিসিটির জন্য, আমি খুব সরল এক মানুষ। সেই জন্যই বোধহয় মানুষ আমাকে পছন্দ করে। আমি যদিও বেশি জানি না।’

দুই বাংলার শিল্পীদের নিয়ে এই গানের উৎসব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ‘আমি সীমান্তে বিশ্বাস করি না। বিশ্বে সীমান্ত থাকা মানেই প্রতিবন্ধকতা তৈরি হওয়া, মানুষে মানুষে বিচ্ছেদ তৈরি হওয়া, ব্যবধান তৈরি হওয়া। সীমান্তটা না থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। 

তিনি আরও বলেন, আর গানের কোন সীমান্তই হয় না, বাংলাদেশের যে গান, আমাদের গানও তাই। সা-রে-গা-মা-পা-ধা-নি-সা’এর মধ্যেই ঘোরে। তবু সীমান্ত আছে, তাই এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। এটা খুব ভাল উদ্যোগ। আমি যখন বাংলাদেশে যাই, তখন আমার গানও সেখানকার মানুষ মন দিয়ে শোনেন।’ 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর