৭ জানুয়ারি, ২০১৯ ১১:৩১
ভারতে অসিষ্ণুতা ইস্যু

অভিনেতা নাসিরুদ্দিনের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেন

দীপক দেবনাথ, কলকাতা

অভিনেতা নাসিরুদ্দিনের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেন

অমর্ত্য সেন

নরেন্দ্র মোদির শাসনকালে ভারতে অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে-এমন অভিযোগ প্রায়ই করে থাকে দেশটির বিরোধী দলগুলো। কয়েকদিন আগেই বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহও এই অভিযোগ তুলে সরব হন। এবার কার্যত তাদের পাশেই দাঁড়ালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। তাঁর অভিমত, দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি নেই তাও বলা যাবে না, আবার ঘোষিত জরুরি অবস্থা চলছে তাও বলা যাবে না। 

রবিবার সন্ধ্যায় কলকাতার পাশে সল্টলেকে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে অমর্ত্য সেন জানান, ‘অঘোষিত জরুরি অবস্থা’ শব্দটি নিয়ে একটু বাছ-বিচার করতে হবে। কারণ এর মধ্যে জরুরি অবস্থা আছে নিশ্চয়ই। তবে এটা যে ঘোষিত নয়, সেটাও ঠিক। এই বিষয়গুলি নিয়ে আমাদের ভাবনা ও বিশ্লেষণ করার কারণ আছে।’ 

দেশ জুড়ে সহিংসতা নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। গত মাসে উত্তরপ্রদেশের বুলন্দশহরে বিক্ষোভকারীদের হাতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর নাসিরুদ্দিন শাহ প্রশ্ন তুলেছিলেন যে, ‘আমাদের দেশে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু অনেক বেশি তাৎপর্যপূর্ণ।’ 

এরপর গত শুক্রবারই মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেও দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, ‘আমরা কি এমন দেশেরই স্বপ্ন দেখেছিলাম, যেখানে বিরোধী মতের কোন জায়গা নেই? যেখানে শুধু ধনী আর শক্তিশালীদেরই কথা শোনা হবে। যেখানে গরিব আর দুর্বলদের পদদলিত করা হবে? যেখানে এক সময় আইন ছিল, সেখানে আজ অন্ধকার ছেয়ে গেছে।’ 

নাসিরুদ্দিনের এই বক্তব্যকেই কার্যত সমর্থন করে অমর্ত্য সেন এদিন জানান, ‘নাসিরুদ্দিনের প্রতি লোকে যে অসহিষ্ণুতা দেখাচ্ছে তা নিয়ে আমাদের প্রতিবাদ করার কারণ আছে। দেশে যা চলছে তা আপত্তিকর, এটা বন্ধ করা উচিত।’
তাঁর স্পষ্ট অভিমত, ‘অসহিষ্ণুতা আমাদের দেশে আগে যতটা ছিল তা থেকে অনেক বেশি  হয়েছে এবং এর মধ্যে সামাজিক কারণ যতটা আছে, রাজনৈতিক কারণও ততটা আছে। তার সাথে দেশ পরিচালনা করা কেমন হচ্ছে তাও ভাবনার বিষয়।’

বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর