১১ জানুয়ারি, ২০১৯ ২২:০৭

মোদিকে ‘ডিজাস্টার পিএম’ বললেন মমতা

দীপক দেবনাথ, কলকাতা:

মোদিকে ‘ডিজাস্টার পিএম’ বললেন মমতা

সরকারি অনুষ্ঠান থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ডিজাস্টার পিএম’ বলে ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমসানীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে যাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে মোদিকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। মমতা বলেন, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার (পিএম) ছবি তৈরি হয়েছে, এবার ডিজাস্টার প্রাইম মিনিস্টার (পিএম)-ও তৈরি হবে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শাসনকাল নিয়ে তৈরি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটি মুক্তির পরই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে মনমোহন সিং’এর মিডিয়া পরামর্শদাতা সঞ্জয় বারুর লেখা বই থেকে এই ছবির নামকরণ করা হয়েছে। বিজয় রত্নাকর গুট্ট পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন অনুপম খের, অক্ষয় খান্না, সুজান বার্নাট, অহনা কুমরা, অর্জুন মাথুর, আবদুল কাদের আমিন প্রমুখ।

শুক্রবারও কলকাতায় একটি সিনেমা হলে ‘অ্যাক্সিডেন্টাল পিএম’ দেখানোর সময় তার প্রতিবাদে নামে যুব কংগ্রেস। তার জেরে কলকাতার একটি সিনেমা হলে এই ছবির প্রদর্শনও বন্ধ হয়ে যায়।

এমন এক পরিস্থিতিতে ছবিটির নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘নির্বাচনের আগে হঠাৎ করে একটা বই করে বাজারে ছেড়ে দিয়েছে। তার নাম? ‘অ্যাক্সিডেন্টাল পিএম’। কিন্তু সব প্রধানমন্ত্রীরাই তো অ্যাক্সিডেন্টাল। তাই আমি এই ছবির অর্থ বুঝতে পারলাম না। আমি কংগ্রেসের সাথে দল করি না। আমার সাথে কংগ্রেসের তফাৎ আছে। আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসে আপনাদের আর্শীবাদে ও শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস গঠন করেছি। কিন্তু তবুও বলবো এই ছবি নিয়ে যেটা করা হচ্ছে সেটা বিকৃত করে। এটা অন্যায়।’

এসময়ই মোদির নাম উচ্চারণ না করেই তাকে উদ্দেশ্য করে ‘ডিজাস্টার প্রাইম মিনিস্টার’ বলে সম্বোধন করেন মমতা। তিনি বলেন ‘আমি বলবো যারা অ্যাক্সিডেন্টাল পিএম নিয়ে নির্বাচনের আগে নাটক করে বেড়াচ্ছেন তাদের বরং আরেকটা সিনেমা দেখা উচিত। সেটা হল ‘ডিজাস্টার পিএম’। ‘অ্যাক্সিডেন্টাল পিএম’ যদি তৈরি হয় তবে ‘ডিজাস্টার পিএম’-ও দেখা উচিত। আগামী দিনে এটাও তৈরি হবে। কারণ কেউ কখনও ছেড়ে কথা বলে না। যেমন দেখাবেন তেমনি দেখবেন।’

প্রধানমন্ত্রীকে গব্বর সিং বলে কটাক্ষ করে মমতা বলেন ‘আয়নায় নিজের চেহারাটা ভাল করে দেখুন। এরা হাসতেই পারে না, ভাল করে কথাও বলতে পারে না। দেখলেই লোকে ভয় পায়। ভাবে ওরে বাবা গব্বর সিং আসছে। দেখলেই লোকে ভাবে জব্বর সিং আসছেন।’

মোদিকে তোপ দেগে মমতা বলেন, ‘ওরা জনগণের আয় (ইনকাম) লুটে নেবেন। ভারতে আজ আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মায়ের সম্মান নেই। গণপিটুনির নাম করে এক ধর্মের মানুষ কি খাবে, কোথায় যাবে? মা-বোনেরা কি পোশাক পড়বে-এই করে বেড়াচ্ছে। তারা দেশে মানুষে মানুষে বিভাজনের চেষ্টা করছে।’


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর