২০ জানুয়ারি, ২০১৯ ১২:৩০

১০ ঘণ্টা পর কলকাতার গড়িয়াহাট মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

১০ ঘণ্টা পর কলকাতার গড়িয়াহাট মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মার্কেটে শনিবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তারা ১০ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সূত্রের খবর, ফুটপাতে একটি হকারের দোকানে থাকা প্লাস্টিক থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে রবিবার দমকলের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। জানা গেছে, ৭০ বছরের পুরানো এই বহুতলে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই।

ফায়ারসার্ভিস সূত্র জানায়, আগুন শুধুমাত্র কাপড়ের দোকানে সীমাবদ্ধ ছিল না। ক্রমশ সেটি উপরের দিকে উঠতে থাকে। এদিকে, চারিদিকে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে সেটি ভয়াবহ আকার গ্রহণ করে। শুধু কাপড় নয়, প্লাস্টিক ও বহুতলের চারিদিকে থাকা হোর্ডিং থাকার ফলে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর