শিরোনাম
২১ জানুয়ারি, ২০১৯ ১৬:২১

বিজেপিবিরোধী নেতাদের খাবার পরিবেশন করে চমক মমতার

অনলাইন ডেস্ক

বিজেপিবিরোধী নেতাদের খাবার পরিবেশন করে চমক মমতার

কলকাতার প্যারেড ময়দানে শনিবার সমাবেশের পর বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো নেতাদের খাবার পরিবেশন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে বিহারের আরজেডি-র নেতা তেজস্বী যাদবকে খাবার দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে বসেই  মধ্যাহ্নভোজ সারছিলেন অন্য  বিরোধী দলের নেতারা। ছিলেন কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ডিএমকে এবং আম আদমি পার্টির নেতারা। তেজস্বীকে খাবার দেওয়ার ছবিটি টুইটারে পোস্ট করেছেন সঞ্জয় যাদব নামে এক ব্যক্তি। তিনি  নিজেকে তেজস্বী যাদবের প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতা বলে দাবি করেছেন।.

এনডিটিভির খবর, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করার পর অনেকেই মুখ্যমন্ত্রীর সরলতা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে আক্রমণও শানিয়েছেন কেউ কেউ।

সেদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, কংগ্রেসের দুই সদস্য  মল্লিকার্জুন খাড়গে এবং অভিষেক মনু সিংভির মতো নেতারা।

লোকসভা নির্বাচনের সুর বাঁধা হল শুরু শনিবারের ব্রিগেডের মঞ্চ থেকে। বিরোধী দলের নেতারা বললেন, তাঁরা চান ঐক্যবদ্ধভাবে লড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করতে। পাশাপাশি ইভিএমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী নেতারা। পাল্টা তাঁদের নিশানা করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হার নিশ্চিত জেনে এখন থেকেই ইভিএমের দিকে আঙুল তুলে রাখছে বিরোধীরা। তিনি আরও বলেন, মহাজোট একটা দুর্নীতিবাজ, নেতিবাচক এবং নড়বড়ে জোট-এরা মানুষকে ভুল বোঝাচ্ছে। 

বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৯/মাহবুব 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর