২২ জানুয়ারি, ২০১৯ ০১:৪৫

প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতা মমতার আছে: কুমারস্বামী

দীপক দেবনাথ, কলকাতা:

প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতা মমতার আছে: কুমারস্বামী

দেশকে নেতৃত্ব দেওয়ার মতো সব যোগ্যতাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির রয়েছে বলে দাবি করেছেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী। তাঁর অভিমত মমতা একজন দক্ষ প্রশাসকও।

অ-বিজেপি দলগুলিকে নিয়ে গঠিত মহাজোটের পক্ষে মমতার মতো নেত্রীকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া নিয়ে যে জল্পনা চলছে সে প্রসঙ্গেই তৃণমূল নেত্রীর নেতৃত্ব প্রদানের ক্ষমতার প্রশংসা করে কুমারস্বামী বলেন, ‘তিনি (মমতা) খুবই সাধারণ জীবনযাপন করেন এবং খুব দক্ষ প্রশাসক। আমার বিশ্বাস মমতার দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং পশ্চিমবঙ্গকে এত বছর ধরে নেতৃত্ব দিয়ে নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছেন তিনি।’

সোমবার ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একন্তা সাক্ষাতকারে কর্নাটকের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের আগে কোন নেতা বা নেত্রীকে বেছে নেওয়াটা কোন বড় কথা নয়। জেতাটাই আসল ব্যাপার। দেশের মানুষ সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদির প্রশাসনের ওপর ক্ষুব্ধ। একাধিক রাজ্যের তাদের নিজস্ব সমস্যা রয়েছে। তাই নির্বাচনের আগে নেতা নির্বাচনের কোন প্রয়োজনীয়তা নেই। বিরোধী দলের নেতাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের দেশের উন্নয়নে কাজ করার ক্ষমতা রয়েছে। এই নেতারা বিগত সরকার যেসব জায়গায় ব্যর্থ হয়েছে সেখানে গিয়ে কাজ করতে পারেন। তাই নির্বাচনের পরই আমরা একত্রিত হয়ে বসে বিরোধী জোটের নেতা ঠিক করবো।

এর আগে গত শনিবার মমতার আহ্বানে সাড়া দিয়েই কলকাতার ব্রিগেডে ‘ঐক্যবদ্ধ ভারত’ সমাবেশে যোগ দিয়েছিলেন কুমারস্বামী। সেই মঞ্চে দাঁড়িয়েও মমতার ভূয়ষী প্রশংসা করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। বিরোধী জোটকে শক্তিশালী করতে সেদিনের সমাবেশে যোগ দিয়েছিলেন বিজেপি বিরোধী অন্তত ২৩ টি দলের শীর্ষ নেতারা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর