৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২৮

গরুর দুধের চেয়ে মূত্রের দাম বেশি!

অনলাইন ডেস্ক

 গরুর দুধের চেয়ে মূত্রের দাম বেশি!

সংগৃহীত ছবি

গরুর দুধের চেয়ে চারগুন বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মূত্র! অবাক করা এই ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। মূলত ভারতে উগ্র হিন্দুত্ববাদী কিছু সংগঠন গরুর মূত্রকে 'সর্বরোগের মহৌষধ' বলে বহুদিন ধরেই প্রচার করে আসছে। আর এতেই বেড়েছে গরুর মূত্রের চাহিদা। কলকাতায় এক লিটার দুধের দাম যেখানে সর্বোচ্চ ৩৫-৪৮ রুপি, সেখানে এক লিটার গোমূত্র বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ৩৫০ রুপিতে!

এতদিন ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে এমন ঘটনা শোনা যেত। সেই পথ অনুসরণ করে কলকাতাতেও গত তিন-চার বছর ধরে গোমূত্রের চাহিদা তুঙ্গে উঠেছে বলে জানা যায়। যদিও শহরটিতে গোমূত্রের এই দামের তারতম্য রয়েছে। সেইসঙ্গে চাহিদার বিপরীতে যোগান পর্যাপ্ত না হওয়ায় ভারতের গোবলয়ের বিভিন্ন রাজ্য থেকে গোমূত্র আমদানি করা হচ্ছে!

গোমূত্র বিক্রি দ্রুতই একটা ব্যবসায় রূপ নিয়েছে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে গোমূত্র চিকিৎসা ক্লিনিক! যেখানে রমরমিয়ে বিক্রি হচ্ছে 'গোমূত্র ক্যাপসুল' এবং 'ডিস্টিল্ড মেডিকেটেড গোমূত্র'। একটা জরীপে জানা গেছে, গোটা পশ্চিমবঙ্গে বর্তমানে মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হচ্ছে। শুধু কলকাতাতেই মাসে প্রায় ৩ হাজার লিটার গোমূত্র বিক্রি হচ্ছে। বছরে ২০ থেকে ২৫ শতাংশ হারে বিক্রি বাড়ছে গোমূত্রের।

ন্যাশনাল মেডিক্যাল কলেজে ফার্মাকোলজির শিক্ষক স্বপন জানার কথায়, ‘‘গোটাটাই ভণ্ডামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ হতে পারে। তার ফার্মাকো কাইনেটিক্স ও ডায়নামিক্স রয়েছে। গোমূত্রের এমন কিছুই নেই।’’

অথচ কলকাতা শহরেই এর চাহিদা দেখে অন্য রাজ্যের নামী গোশালা থেকে গোমূত্র আনিয়ে ব্যবসা করছেন একাধিক এজেন্ট। তাঁদেরই অন্যতম ললিত আগরওয়াল বলেন, ‘‘গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা পাঁচ গুণ বেড়েছে। মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় পশ্চিমবঙ্গে। এ রাজ্যে তেমন উৎপাদন নেই। তাই আমরা নাগপুর থেকে আনিয়ে দিই।’’

ক্যালকাটা পিঁজরাপোল সোসাইটি নামে একটি সংস্থার পাঁচটি গোশালা রয়েছে পশ্চিমবঙ্গে। সেখানকার কোঅর্ডিনেটর সর্বেশ্বর শর্মা বলেন, ‘‘প্রতিবছর ২০-২৫ শতাংশ হারে গোমূত্রের বিক্রি বাড়ছে। কলকাতায় মাসে প্রায় ৩ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় আমাদের। ১ লিটার গোমূত্রের দাম পড়ে ১৭৫ টাকা। সেখানে আমরা ১ লিটার দুধ বিক্রি করি ৫০ টাকায়।’’ মধ্যপ্রদেশের ইনদওরে গোমূত্র থেরাপি ক্লিনিক চালাচ্ছেন ব্যবসায়ী বীরেন্দ্র জৈন। তিনি বলেন, ‘‘কলকাতাতেও আমাদের অনেক রোগী আছে। অনেক নেতারা ওষুধ নিয়ে যান। মেডিকেটেড গোমূত্র ২১০ টাকা করে লিটার বিক্রি করি। মাসে আড়াই থেকে তিন হাজার লিটার বিক্রি হয়।’’

এদিকে কলকাতায় সমাজতত্ত্বের শিক্ষক অভিজিৎ মিত্র বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ ভিন্ন সংস্কৃতি গ্রহণে একটু বেশি এগিয়ে। এ রাজ্যে এখন গণেশ পূজা, ধনতেরস, বিয়েতে মেহদির ধুম। তেমন ভাবেই চলে এসেছে গোমূত্র। ক্রমবর্ধমান ‘মাল্টিরেসিয়াল সোসাইটি’ বা হিন্দিবলয়ের মানুষের সংখ্যাবৃদ্ধির প্রভাবও এর পিছনে রয়েছে।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি প্রতিদিন/হিমেল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর