১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:২৩

কাশ্মীরে জঙ্গি হামলায় গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করলেন মমতা

দীপক দেবনাথ, কলকাতা

কাশ্মীরে জঙ্গি হামলায় গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করলেন মমতা

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি কেন্দ্রের গোয়েন্দা ব্যর্থতার ফলেই এত বড় ঘটনা ঘটল। সেনা সদস্যদের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের দাবিও জানান মমতা। 

শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে এই হামলা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেন মমতা। তিনি বলেন, ‘এটা খুবই দুখ্যজনক ঘটনা। কাশ্মীরে এখন রাষ্ট্রপতি শাসন চলছে, কিন্তু এত বড় একটা হামলা কি করে হল? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (অজিত দোভাল) কি করছিলেন? কি ভুল হয়েছিল, আমাদেরকে তা জানতে হবে।’ 

মমতার অভিমত, ‘এটা পুরোপুরি গোয়েন্দা ব্যর্থতা। আমি যাদের চিনি এমন অনেক জওয়ানদের সাথে কথা বলেছি। তারাও বলেছে যে এটা সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা।’ 

মমতার আরও প্রশ্ন, ‘কেন এতগুলো গাড়ি একসাথে যাচ্ছিল? হামলার আগে কেন আমরা এতটুকু টের পেলাম না? কেন এতগুলো সেনা সদস্যকে প্রাণ দিতে হল। এগুলো কেবলমাত্র আমার নয়, সমগ্র দেশবাসীর প্রশ্ন।’ 
 
এদিনই দিল্লিতে নরেন্দ্র মোদির হাতে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের যাত্রার সূচনা নিয়ে মমতার প্রশ্ন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি যে দেশ যখন এই ঘটনায় শোকাগ্রস্ত তখন প্রধানমন্ত্রী কেন ট্রেন যাত্রার সূচনা করলেন? এসময় আমাদের সরকারি ও রাজনৈতিক কর্মসূচি বাতিল রাখা উচিত।

তাঁর অভিমত পাকিস্তান যদি এই নাশকতা চালিয়ে থাকে, তবে তার বিরুদ্ধে উপযুক্ত চ্যানেলে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এর আগে মুম্বাই, পাঠানকোন হামলার ঘটনার পর আমরা একযোগে পদক্ষেপ নিয়েছি এবং আমরা সকলেই দেশের পাশে থেকেছি। কিন্তু তদন্ত না হওয়ার আগে কোন একটি সিদ্ধান্তে আসাটা ঠিক নয়।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের ৪২ জন সেনা সদস্যদের মৃত্যু হয়। হামলার পরই তার দায় স্বীকার করে জইশ-ই-মোহম্মদ। 

বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর