২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৩৫

''বাংলাদেশি অবকাঠামো ব্যবহারে 'লজিস্টিক হাব' হতে পারে ত্রিপুরা''

দীপক দেবনাথ, কলকাতা:

''বাংলাদেশি অবকাঠামো ব্যবহারে 'লজিস্টিক হাব' হতে পারে ত্রিপুরা''

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি বলেছেন, প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশের অবকাঠামা ব্যবহার করে ত্রিপুরা উত্তর-পূর্বের মধ্যে একটি লজিস্টিক হাব হবে। শুক্রবার চলতি বছরের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা করে রাজ্যপাল এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের বন্দর, সড়ক ও রেল পরিষেবার মাধ্যমে ত্রিপুরার সংযোগ স্থাপিত হবে এবং এর মাধ্যমে সমগ্র উত্তরপূর্ব ভারতে ‘লজিস্টিক হাব’এ পরিণত হবে।’

রাজ্যপাল তার ভাষণে বলেন, বাংলাদেশের সাথে জলপথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারও ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে একদিকে যেমন দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য শক্তিশালী হবে, তেমনি বিনিয়োগকারীদের কাছে ত্রিপুরা আকর্ষণীয় হয়ে উঠবে এবং এটি একটি কার্যকর ও প্রতিযোগিতামূলক অঞ্চল তৈরিতেও সহায়তা করবে।’

ত্রিপুরা রাজ্যপাল আরও জানান ‘ত্রিপুরাকে উত্তরপূর্ব ভারতে একটি ‘লজিস্টিক হাব’ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সোনামুরা (ভারত) এবং দাউডকান্দি (বাংলাদেশ)-এর মধ্যে প্রস্তাবিত জলপথ সংযোগ স্থাপন এবং আগরতলা (ভারত)-আখাউড়া (বাংলাদেশ) রেলপথ সম্প্রসারণের ফলে যেমন যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। তেমনি দক্ষিণ ত্রিপুরার ফেনী নদীর ওপর নির্মাণাধীন ‘মৈত্রী সেতু’র কাজ সম্পন্ন হলে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারও অনেক সহজ হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর