২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৫৪

ভারতে আতশবাজির বিস্ফোরণে নিহত ১০

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে আতশবাজির বিস্ফোরণে নিহত ১০

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয় জন। বিস্ফোরণের তীব্রতায় পাশ্ববর্তী তিনটি বাড়ি ভেঙে পড়ে।

শনিবার বিকালের দিকে রাজ্যটির ভাদোহি নামক জায়গায় একটি দোকানের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পুলিশের আশঙ্কা ওই ধ্বংসস্তুপের নিচে আরো কয়েকজন চাপা পড়ে থাকতে পারে। উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে পুলিশ ও দুর্যোগ মোকাবেলা দল। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক দলের সদস্যরাও। 

জেলা শাসক রাজেন্দ্র প্রসাদ জানান, ‘ভাদোহির রোহতা বাজারে কালিয়ার মানসুরি নামে এক ব্যক্তির দোকানে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে কালিয়ারও মারা যায়। ওই দোকানের পেছনেই তার ছেলে একটি কার্পেট কারখানা চালাতো এবং একাধিক কর্মী সেখানে কাজ করতো। বিস্ফোরণে বাড়ি ধসে পড়ায় সেই ধ্বংসস্তুপের নিচে কয়েকজন আটকে থাকতে পারে।’ 

পুলিশের একটি সূত্র জানায়, কার্পেট কারখানার আড়ালেই চলতো অবৈধ আতশবাজি তৈরির রমরমা কারবার। অসাবধানতাবশত ওই বারুদে আগুন লেগেই বিস্ফোরণ ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে তদন্ত শুরু হয়েছে। 

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দোকানদার কালিয়ার মানসুরি নিজেও অবৈধ আতশবাজি কারবারের সাথে যুক্ত। এখন পর্যন্ত চার জনের লাশ শনাক্ত করা গেছে, বাকীদেরও শনাক্তকরণের চেষ্টা চলছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর