১৪ মার্চ, ২০১৯ ১৮:২২

রাজনীতি আমার দ্বিতীয় লড়াই, আমি জিততে এসেছি: নুসরাত

দীপক দেবনাথ, কলকাতা

রাজনীতি আমার দ্বিতীয় লড়াই, আমি জিততে এসেছি: নুসরাত

যেদিন প্রথম সিনেমার পর্দায় কাজ করেছিলাম, সেদিন নতুন একটা অভিজ্ঞতা হয়েছিল। আজ রাজনীতির ময়দানে প্রথমবার কর্মীদের সঙ্গে দেখা করলাম। এটাও একটা নতুন অভিজ্ঞতা। তৃণমূল কংগ্রেসের টিকিটে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমটাই জানালেন অভিনেত্রী নুসরাত জাহান। 

বৃহস্পতিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে তৃণমূলের জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পর আত্মবিশ্বাসের সাথে অভিনেত্রী জানান, ‘আমাদের দলনেত্রী মমতা ব্যনার্জি আমাকে জিততে পাঠিয়েছেন। আমি জিতবই।’ 


বসিরহাটের মতো কঠিন আসনে লড়াইয়ের জন্য কতটা তৈরি? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নুসরাত জানান ‘সিনেমার পর্দায় লড়াইটা বেশ কঠিন ছিল। আমি সেই লড়াইয়ে পরাজিত হইনি। আর রাজনীতির লড়াইয়েও হারব না।’ 

আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন-কে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়’এর একটি মন্তব্যের প্রেক্ষিতে নুসরাত জানান, ‘মুনমুন সেন একজন সিনিয়র অভিনেত্রী। তার সম্পর্কে এই ধরনের মন্তব্য শোভনীয় নয়। তার মা সুচিত্রা সেনও একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। আমি এটা সমর্থন করি না।’ 

এদিকে, লোকসভার প্রার্থী ঘোষণার পর থেকেই নুসরত এবং আরেক সেলিব্রিটি প্রার্থী (যাদবপুর) মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় নিরন্তর ট্রোলড হয়েছেন। সে প্রসঙ্গে নুসরাত জানান, ‘যারা এ ধরনের ট্রোল করছেন তাদের আসলে রুচির অভাব রয়েছে। নারীদের হেয় করাটা এটা একটা অন্য পদ্ধতি। আমরা যারা শিল্পী, তাদের আগেও ট্রোল করা হয়েছে। এখন আমরা রাজনীতিতে এসেছি, এখনও ট্রোল করা হচ্ছে।’ 

সূত্রে খবর, আগামী ১৯ মার্চ বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি থেকে লোকসভা নির্বাচনের প্রচারণায় বের হবেন নুসরত। 

বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর