২৪ মার্চ, ২০১৯ ১৬:৩৯

মাদকবিরোধী সচেতনতা বাড়াতে দুই বাংলার সাইকেল র‌্যালি

দীপক দেবনাথ, কলকাতা

মাদকবিরোধী সচেতনতা বাড়াতে দুই বাংলার সাইকেল র‌্যালি

বিশ্বব্যাপী মাদকাসক্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে এটি মারণ আকার ধারণ করেছে। তাই নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, মানুষের মধ্যে এ সম্পর্কে সচেতনতা বাড়াতে এগিয়ে আসলো দুই বাংলার যুব সম্প্রদায়। 

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আজ রবিবার কলকাতা থেকে ঢাকা শুরু হল ‘সাইকেল র‌্যালি ২০১৯’। এদিন সকালে কলকাতা শহরের নিকটবর্তী ডানলপের এল-৯ বাসস্ট্যান্ড থেকে এই সাইকেল র‌্যালি বের হয়। সাইকেল র‌্যালির উদ্যোক্তা পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন। প্রতিনিধি দলটিতে বাংলাদেশের ৬ জন ও কলকাতার ১৪ সদস্য আছে। এই প্রতিনিধি দলটি বেলঘরিয়া-বিরাটি যশোর রোড হয়ে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে। এরপর একাধিক শহর ঘুরে আগামী ২৯ মার্চ র‌্যালি শেষ হবে। এরই মধ্যে আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানেও প্রতিনিধি দলটি অংশ নেবে বলে জানা গেছে। সাইকেল র‌্যালি শুরুর পূর্বে এদিন প্রত্যেক সদস্যদের ফুল, উত্তরীয়, কপালে রঙের ফোঁটা লাগিয়ে তাদের সফলতা কামনা করা হয়।  

অনুষ্ঠানের উদ্যোক্তা সুদীপ রায় জানান, ‘মাদক সেবনের বিরুদ্ধে আজ প্রচার অভিযান শুরু হল। আমরা এর সফলতা কামনা করছি। বাংলাদেশ থেকে ৬ জন সাইকেল আরোহী এপার বাংলায় (পশ্চিমবঙ্গ) আসেন এবং এই বাংলার আরও ১৪ জন সাইক্লিস্টের সাথে একত্রিত হয়ে তারা বাংলদেশের উদ্দেশ্যে রওনা দিলেন।’ 

সাইকেল র‌্যালিতে অংশ নেওয়া মাজারুল আক্রম নামের এক বাংলাদেশি যুবক জানান, ‘ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে আমরা বাংলাদেশ থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এসেছি এবং মাদক বিরোধী স্লোগান নিয়ে ফের বাংলাদেশে ফিরে যাবো। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী এই সমস্যা দেখা দিয়েছে। আমরা যদি এই সমস্যা সমাধানে এগিয়ে না যাই তবে তরুণ সমাজ মাদকের দিকে আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।’ 


বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৯/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর