সোমবার, ১৯ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

আজ কবি আবু বকর সিদ্দিকের জন্মদিন

আজ কবি আবু বকর সিদ্দিকের জন্মদিন

কবি ও কথাসাহিত্যিক আবু বকর সিদ্দিকের আজ ৮০তম জন্মদিন। ১৯৩৪ সালের ১৯ আগস্ট বাগেরহাটের গোটাপাড়া মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। ছেলেবেলা কেটেছে সরকারি চাকরিজীবী বাবার সঙ্গে হুগলি ও বর্ধমানে। দেশ বিভাগের পর পুনঃপ্রত্যাবর্তন করেন নিজ গ্রামে। শিক্ষাজীবন শেষ করে চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, বাগেরহাট পিসি কলেজ, ফকিরহাট কলেজ, কুষ্টিয়া কলেজ, কুষ্টিয়া গার্লস কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুইন্স ইউনিভার্সিটি ও নটর ডেম কলেজে অধ্যাপনা করেছেন। বিভিন্ন জায়গায় অবস্থানের ফলে তার অভিজ্ঞতার ভাণ্ডার হয়েছে সমৃদ্ধ। বর্তমানে অবসর নিয়ে লেখালেখিতেই পুরোপুরি নিবিষ্ট। ধবল দুধের স্বরগ্রাম, বিনিদ্র কালের ভেলা, হে লোকসভ্যতা, হেমন্তের সোনালতা, কালো কালো মেহনতি পাখি, কঙ্কালের অলঙ্কার দিয়ো, শ্যামল যাযাবর ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। লিখেছেন জলরাক্ষস, খরদাহ, একাত্তরের হৃদয়ভস্ম, বারুদপোড়া প্রহর শীর্ষক চারটি উপন্যাস। গল্পের মধ্যে ভূমিহীন দেশ, চরবিনাশকাল, মরে বাঁচার স্বাধীনতা, কুয়ো থেকে বেরিয়ে, ছায়াপ্রধান, অঘ্রান, কান্নাদাসী, হংসভাসীর তীরে কালোকুম্ভীর, শ্রেষ্ঠ গল্প ও গল্প সমগ্র ইত্যাদি উল্লেখযোগ্য। সাহিত্যে অবদানের জন্য ভূষিত হয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, ঋষিজ পদকসহ দেশি-বিদেশি বহু পুরস্কার ও সম্মাননায়।

সর্বশেষ খবর