মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

সিসি টিভির ফুটেজে ছিনতাইকারী শনাক্ত

সিসি টিভির ফুটেজে ছিনতাইকারী শনাক্ত

সিসি টিভির ফুটেজ দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভিতর অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। গতকাল দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে ঘটনার শিকার স্কুলছাত্র ও রোগীর স্বজন শফিকুল ইসলাম ফুটেজ দেখে লাল গেঞ্জি পরিহিত এক তরুণকে চিহ্নিত করে।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান জানান, ওই ছিনতাইকারীকে ধরতে ফুটেজটি মেডিকেল ক্যাম্প পুলিশ ফাঁড়ি ও অন্য কর্মচারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঢামেক কর্তৃপক্ষ কোনো মামলা করবে কি না জানতে চাইলে তিনি জানান, এটা ভিকটিমের ব্যাপার। এদিকে ঢামেক হাসপাতালের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার মোতায়েন থাকলেও এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এর আগে গত রবিবার বিকালে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের দ্বিতীয় তলায় লিফটের সামনে শফিকুল ইসলামের পেটে পিস্তল ঠেকিয়ে এক হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

 

সর্বশেষ খবর