বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বাসায় ঢুকে বাবা ছেলেকে জখম

রাজধানীর সবুজবাগে বাসায় ঢুকে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। আহতরা হলেন আবুল হোসেন (৬৫) ও তার ছেলে জাহিদ হোসেন (৪২)। তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ মাদারটেকের ১২৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। বিনিয়োগ বোর্ডের সাবেক সহকারী পরিচালক আবুল হোসেন ওই বাড়ির মালিক।
আহত আবুল হোসেন জানান, ভোরে ৮-১০ জন ডাকাত ওই বাড়ির দারোয়ান আবদুল মান্নানকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে মান্নানের মাধ্যমে আমার বাসার দরজা খুলতে বলে। দরজা খুলে ডাকাত দলকে দেখে হতভম্ব হয়ে দরজা বন্ধ করে দিচ্ছিলাম। এ সময় ডাকাত দল ধাক্কা দিয়ে বাসায় প্রবেশ করে। তারা টাকা ও স্বর্ণ কোথায় রেখেছি তা জানতে চায়। টাকা ও স্বর্ণ নেই জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে আমার ছেলে এগিয়ে এলে তাকে বাড়ির নিচে নিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে তারা আবারও বাসায় প্রবেশের চেষ্টা করলে দরজা বন্ধ করে চিৎকার করতে থাকি। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে প্রতিবেশী হেলাল উদ্দিনসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের স্বজনরা জানান, বাড্ডার জমি নিয়ে আবুলের সঙ্গে প্রতিপক্ষের ঝামেলা চলছিল। ওই জমি নিয়ে বিরোধের জের ধরে ৬-৭ মাস আগে জাহিদকে মারধর করা হয়। তখন তিনি আইএফআইসি ব্যাংকে চাকরি করতেন। গুরুতর আহত হওয়ায় জাহিদ ব্যাংকের চাকরি ছেড়ে দেন। পরে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। তবে কারা কেন এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি আবুলের স্বজনরা। সবুজবাগ থানার ওসি বাবুল মিয়া জানান, পূর্বশক্রতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির দারোয়ান আবদুল মান্নানকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর