বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
তিন মেয়েসহ মাকে হত্যা

আরও একজন গ্রেফতার সম্পৃক্ততা স্বীকার

মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে মা ও তিন মেয়েসহ চারজনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া হারুন-অর-রশীদ মির্জাপুর উপজেলার ফতেয়া রাজাবাড়ী গ্রামের বানিজ সিকদারের ছেলে। সে গত ৬ অক্টোবরের নৃশংস ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইলে র‌্যাব-১২-এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদ নিপুর স্বীকারোক্তি অনুযায়ী সোমবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর থানার নয়ানগর বলিয়াদী গ্রাম থেকে হারুনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত কোরবানির ঈদের দিন ভোর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া গ্রামে বখাটে জাহাঙ্গীরের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে মালয়েশিয়া প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০) ও তার তিন মেয়ে গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার মনিরা (১৪), নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মলি (৮) ও বাকপ্রতিবন্ধী মিমকে (৬) পুড়িয়ে হত্যা করা হয়। পরদিন নিহত হাসনা বেগমের ভাই মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় জাহাঙ্গীর আলমকে প্রধানসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

 

 

সর্বশেষ খবর