শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
সিলেটে বস্তির ফ্রিজে রক্তের মজুদ

অবৈধ ব্লাড ব্যাংকের রমরমা বাণিজ্য

অবৈধ ব্লাড ব্যাংকের রমরমা বাণিজ্য
সিলেটে চলছে অবৈধ ব্লাড ব্যাংকের রমরমা বাণিজ্য। আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের আশপাশ এলাকার বস্তিতে রাখা হচ্ছে অবৈধ ব্লাড ব্যাংকের রক্ত। তাছাড়া অপরিচ্ছন্ন দোকানঘর, বাসাবাড়িতেও পরিচালিত হচ্ছে ব্লাড ব্যাংকের কার্যক্রম। এসব ব্লাড ব্যাংকে পেশাদার ও মাদকাসক্তদের রক্ত বেচাকেনার অভিযোগও রয়েছে। দীর্ঘদিন পর বুধবার এসব অবৈধ ব্লাড ব্যাংকের কয়েকটির বিরুদ্ধে অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়- সিলেট বিভাগের মধ্যে সরকার অনুমোদিত একমাত্র ব্লাড ব্যাংক হচ্ছে ক্রিসেন্ট ব্লাড ব্যাংক। কিন্তু এর বাইরে অন্তত ২০টি ব্লাড ব্যাংক অবৈধভাবে রক্তের ব্যবসা করছে। বিশেষ করে ওসমানী  মেডিকেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ ব্লাড ব্যাংকের কার্যক্রম। যেখানে-সেখানে সাইনবোর্ড টাঙিয়ে অবৈধ ব্লাড ব্যাংকের ব্যবসা পরিচালনা করা হলেও মূলত এসব প্রতিষ্ঠানের রক্ত রাখা হয় ওসমানি মেডিকেলের আশপাশের বস্তির সাধারণ ফ্রিজে। প্রশাসনের অভিযান এড়াতে তারা এ কৌশল অবলম্বন করে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চিকিৎসক সূত্রে জানা যায়, রক্ত রাখতে হয় বিশেষ ধরনের ফ্রিজে। এছাড়া ফ্রিজে রাখার সময়ও নির্ধারিত রয়েছে। কিন্তু অবৈধ ব্লাড ব্যাংকগুলো এসব নিয়ম নীতির থোড়াই কেয়ার করছেন। সিলেট নগরীতে অবৈধ ব্লাড ব্যাংকগুলোর মধ্যে ট্রাস্ট ব্লাড ব্যাংক, ইউনিক ব্লাড ট্রান্সফিউশন, রেড ব্লাড ব্যাংক, রোটারি ব্লাড ব্যাংক, গ্রিন লাইফ ট্রান্সকিউশন, ল্যাব এইড ব্লাড ব্যাংক অন্যতম। অভিযোগ রয়েছে এসব অবৈধ ব্লাড ব্যাংকে পেশাদার রক্তদাতা ও মাদকাসক্তদের রক্ত সংগ্রহ করে বিক্রি করা হয়।

সর্বশেষ খবর