রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন

ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১০ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আক্রান্তের বেশির ভাগই পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগরিক। মাত্র ২৭ জন ছাড়া সবাই লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনির নাগরিক। এদিকে মালিতে প্রথম ইবোলা আক্রান্ত দুই বছরের কন্যাশিশুটি শুক্রবার মারা গেছে। সম্প্রতি দাদির সঙ্গে শিশুটি প্রতিবেশী দেশ গিনি সফরে গিয়েছিল। মরণঘাতী ইবোলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে গিনি অন্যতম।

মালির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইবোলা আক্রান্ত শিশুটি দুর্ভাগ্যক্রমে মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে তার মৃত্যু হয়। শিশুটির সংস্পর্শে আসা ৪০ জনেরও বেশি লোককে আলাদা রাখা হয়েছে। কয়েক সপ্তাহ আগে ওই শিশুর মা গিনিতে মারা যান। এরপর আত্দীয়স্বজনরা শিশুটিকে মালিতে নিয়ে আসেন। হুর হিসাবমতে, ইবোলায় প্রায় ৪ হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন ছাড়া বাকি সবাই বিপর্যস্ত তিনটি দেশের নাগরিক। এ ১০ জনের মধ্যে আবার আটজনই নাইজেরিয়ার নাগরিক। এখন মালিতেও প্রথমবারের মতো এই রোগী শনাক্ত করা হলো। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব ঘটা ষষ্ঠ দেশ মালি। তবে সেনেগাল ও নাইজেরিয়াকে ইবোলা ভাইরাসমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রোগে আক্রান্তদের মৃতের হার ৭০ শতাংশ। যুক্তরাষ্ট্রেও এ রোগের সংক্রামণ দেখা দিয়েছে। সর্বশেষ দুই দিন আগে দেশটির একজন চিকিৎসকের শরীরে এ রোগের আলামত খুঁজে পাওয়া যায়। বিবিসি, এএফপি।

 

 

সর্বশেষ খবর