শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ঢাকার শাহজালাল নিকৃষ্ট নবম বিমানবন্দর!

এশিয়ার নিকৃষ্ট বিমানবন্দরগুলোর মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নবম স্থানে রয়েছে! সম্প্রতি স্লিপিং ইন এয়ারপোর্টস নামে একটি বেসরকারি ট্রাভেল সাইট এ তথ্য জানিয়েছে।
ইমিগ্রেশন পদ্ধতিতে জটিলতা, ফ্লাইটের শিডিউল বিপর্যয়, নিরাপত্তা ও বিমানবন্দর কর্মীদের দুর্নীতি, বাজে সিট, হট্টগোল, অব্যবস্থাপনাসহ যাবতীয় কারণে শাহজালালকে নিকৃষ্টের তালিকায় রাখা হয়েছে।
সাইটটি বিশ্বের উৎকৃষ্ট ও নিকৃষ্ট বিমানবন্দরগুলোর বিষয়ে জরিপ চালায়। বিভিন্ন দেশের যাত্রীরা এতে ভোট দেন। তাদের ভোটের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়। এশিয়া এবং বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বিমানবন্দরের স্থানটি পেয়েছে পাকিস্তানের ইসলামাবাদ বেনজির ভুট্টো বিমানবন্দর। নানা হয়রানি ছাড়াও  সোনা চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে শাহজালাল বিমানবন্দর। প্রায় প্রতিদিনই অবৈধভাবে আনা সোনা ধরা পড়ছে।

সর্বশেষ খবর