রবিবার, ৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
লাক্স চ্যানেল আই সুপারস্টার

বিজয় মুকুট নাদিয়ার

বিজয় মুকুট নাদিয়ার

ঝলমলে আয়োজন। জমকালো অনুষ্ঠান, এর মধ্য দিয়ে শেষ হলো লাক্স-চ্যানেল আই সুপারস্টারের অষ্টম সিজন। গ্র্যান্ড ফিনালের পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌন্দর্য, ফ্যাশন, নাচ এবং সংগীত। এসব কিছুর মধ্যে এক সময় সবার আকর্ষণের মধ্যমণি হয়ে ওঠেন নাদিয়া আফরিন। ঢাকার মেয়ে নাদিয়া। শত শত প্রতিযোগীকে টপকে সুন্দরের মুকুটটি তার মাথাতেই অবশেষে শোভা যায়। তবে গতকালের গ্র্যান্ড ফিনালে চোখ ধাঁধানো সৌন্দর্য ও নজরকাড়া রূপের ঝলক দেখান ফাইনালে উঠে আসা পাঁচ তারকা। এ ছাড়া প্রথমবারের মতো এ দেশের নারীদের সৌন্দর্যকে ট্রিবিউট জানাতে মঞ্চে গান করেন ব্যান্ড তারকা জেমস।
পুরস্কার হিসেবেও পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ কার, নগদ ১০ লাখ টাকা ও বাংলাদেশের ‘ফেস অব লাক্স’ হওয়ার সুযোগ। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নোয়াখালীর মেয়ে নাজিফা আনজুম। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকা। সেকেন্ড রানার আপ হয়েছেন সিলেটের মেয়ে নীলাঞ্জনা নীলা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন নগদ তিন লাখ টাকা। বিজয়ী তিনজনের সবাই একটি করে ক্রেস্টসহ তাদের জন্য ছিল নানা উপহার সামগ্রী। এ ছাড়া তাদের জন্য থাকছে চ্যানেল আইতে নাটক ও টেলিফিল্মে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ। নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম এই পাঁচকন্যা গতকাল লড়েছেন সেরা সুন্দরী হওয়ার চূড়ান্ত প্রতিযোগিতায়। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনষ্ঠানটি সরাসরি সম্প্রসারণ করে চ্যানেল আই।  সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান ছিল আগের চেয়ে অনেক বেশি জমকালো। এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের টপ ফাইভের কন্যারা তাদের অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়ে তিনজন বিচারক সূবর্ণা মুস্তাফা, অপি করিম ও তাহসানের মন জয় করে নিয়েছেন। বিচারকদের রায়, দর্শকদের দেওয়া অনলাইন ভোট এবং আগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা তিনজনকে নির্বাচিত করা হয়। এ বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের অষ্টম সিজন শুরু হয়েছিল চলতি বছরের মে মাসে। এ বছরের প্রতিযোগীদের নিয়ে ১২টি পর্ব প্রচারিত হয়।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুমানা মালিক মুনমুন। চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আগত দর্শকদের স্বাগত জানিয়ে এ ধরনের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যেয় ব্যক্ত করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের বলেন, ভবিষ্যতে নারীরা এগিয়ে যাবে। নিজের পায়ে দাঁড়াবে। নিজ নিজ জায়গায় নিজেকে আইকন হিসেবে প্রতিষ্ঠা করবে। ভবিষ্যতে নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হবে।

সর্বশেষ খবর