রবিবার, ৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
শরীয়তপুর

যুবলীগের গোলাগুলি বোমা, পুলিশসহ আহত ২০

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলার চাকধ বাজার নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সদস্য আকতার বেপারী ও ভূমখারা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সদস্য বাবু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলি বর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শটগানের গুলিতে আহত হয়েছে সাতজন ও ইটের আঘাতে আহত হন নড়িয়া থানার উপপরিদর্শক সেলিম আহম্মেদ ও কনস্টেবল আনোয়ার হোসেন। রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। আতঙ্কে চাকধ বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শী ভূমখারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল মৃধা বলেন, দীর্ঘদিন ধরে আকতার বেপারীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বাবু শেখের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল।

 

 

সর্বশেষ খবর