রবিবার, ৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
অপহরণ করে টাকা আদায়

র‌্যাবের হাতে পুলিশ কনস্টেবল আটক

অপহরণ করে টাকা আদায়ের সময় জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। গতকাল সকালে ধানমণ্ডি থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর কনস্টেবল পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত। এ ঘটনায় কবির ও রাশেদ নামে পুলিশের বিশেষ শাখার (এসবি) আরও দুই সদস্যকে খুঁজছে র‌্যাব। র‌্যাব-২ এর এএসপি ইয়াসির আরাফাত জানান, মান্নান নামে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাবেক এক সার্জেন্টকে অপহরণ করে ওই পুলিশ সদস্যরা।  গত বৃহস্পতিবার সকালে রাজধানীর কাওরান বাজারের প্রাইম ব্যংকের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরে প্রবাসী এক মহিলার কাছ থেকে প্রতারণার মাধ্যমে মান্নানের নেওয়া ৬৫ লাখ টাকা দাবি করে তারা। সারা দিন মান্নানকে নিয়ে গাড়িতে ঘোরার পর তারা গুলশান ব্র্যাক ব্যাংক থেকে দেড় লাখ টাকা তোলে। এর আগে তারা মান্নানের বাসায় গিয়ে বেশ কয়েকটি চেক বই নেয়। রাত ৩ টার দিকে তারা মান্নানকে ছেড়ে দেয়। মান্নান বিষয়টি র‌্যাবকে জানালে তাকে হাতেনাতে টাকাসহ আটক করা হয়।
 

সর্বশেষ খবর