রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
সিপিডি এফইএসের মূল্যায়ন

প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না উন্নত দেশগুলো

স্বল্পোন্নত দেশগুলোর সংগঠনের (এলডিসি) ২০১৩ সালের বালি সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করছে না বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বিশ্ব বাণিজ্য সংস্থার আয়োজনে ২০১৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সেই বালি সম্মেলনের এক বছর অতিবাহিত হলেও এর সিদ্ধান্ত এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন খুবই সামান্য। বিশেষ করে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোকে যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার কথা, সেসব অঙ্গীকার এখনো আলোর মুখ দেখেনি। গতকাল রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি ও ইউরোপিয়ান ইউনিয়নভিত্তিক গবেষণা সংস্থা ফ্রাইডরিচ ইবার্তো স্টিফটাক্স-এর (এফইএস) যৌথ উদ্যোগে আয়োজিত এক সংলাপে এ অভিমত তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিপির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ও ইউরোপিয়ান ইউনিভার্সিটির ফ্লোরেন্স বানার্ড হকম্যান। সভাপতিত্ব করেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য। এতে বিভিন্ন স্বল্পোন্নত দেশ, বাণিজ্য উন্নয়ন সংস্থা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংলাপে বক্তাদের আলোচনার চুম্বক অংশ তুলে ধরে ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, বালি সম্মেলনের প্রতিশ্রুতির যে বিষয়ের অগ্রগতি হয়েছে আগামী মাসে অনুষ্ঠিতব্য ফলোআপ সভায় সেগুলোকে গুরুত্ব দিতে হবে। আর যেসব বিষয়ের কোনো অগ্রগতি হয়নি, সেগুলোর ব্যাপারে এলডিসিভুক্ত দেশগুলোতে একমত হতে হবে। ঠিক করতে হবে তারা উন্নত দেশগুলোর কাছ থেকে কী চায়? এরপর তাদের চাপ দিতে হবে। কেননা গত এক বছরে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে।

সর্বশেষ খবর