রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

জনগণ সিদ্ধান্ত নেবেন তারা কাকে ভোট দেবেন

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষকে উন্নত সেবা দিতে হলে মেডিকেল বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্য সামনে রেখে আমরা চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘জনগণের সেবা করাই আমাদের কাজ। জনগণই সিদ্ধান্ত নেবেন, আগামীতে তারা কাকে ভোট দেবেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আমাদের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়। তারা প্রতিহিংসার রাজনীতি করে। দেশের মানুষের ভালো চায় না।’ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দুটি বহির্বিভাগ কমপ্লেক্সের উদ্বোধন শেষে ডা. মিলন হলে গতকাল তিনি এ কথা বলেন। এতে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রমুখ। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনে ৫০০ বেডের ওপর যেসব হাসপাতাল আছে সেখানে তারা মেডিকেল কলেজ তৈরি করতে পারবে। মেডিকেল কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড (অন্তর্ভুক্ত) তেমনি আমাদের সরকারি মেডিকেল কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড হতে হবে। আমরা বিভিন্ন বিভাগীয় যেসব বিশ্ববিদ্যালয় করব সেগুলোর সঙ্গে এগুলো অ্যাফিলিয়েটেড থাকতে হবে, যাতে তাদের ডিগ্রিগুলো উচ্চমানের হয়। এ বিষয়ে যথাযথ উদ্যোগ আপনাদের তরফ থেকে আমরা চাচ্ছি।’ প্রধানমন্ত্রী কমলাপুরে রেল হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ঢাকাকে উত্তর, দক্ষিণ জোনে ভাগ করে হাসপাতাল নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ডাক্তারদের রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করারও পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাটা বেশি দরকার। একজন ডাক্তার যতই ওষুধ খাওয়ান, তার চেয়ে রোগী বেশি ভালো হয় একটু ভালো ব্যবহার করলে। ভালো ব্যবহারের ওপর রোগী অনেক ভরসা পায়। রোগীর মানসিক শক্তি বৃদ্ধি পায়। সেই সঙ্গে তার আরোগ্য লাভের ক্ষেত্রে সুবিধা হয়। ভবিষ্যৎ সুস্বাস্থ্যের অধিকারী জাতি গড়তে সরকার কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কমিউনিটি ক্লিনিকের কনসেপটা একদিন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর