মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
তাজরীন ট্র্যাজেডি

অশ্রুজলে ভালোবাসা

অশ্রুজলে ভালোবাসা

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্ট ট্র্যাজেডির দুই বছর পূর্ণ হয়েছে গতকাল। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও   পুনর্বাসন এবং বিভিন্ন সময় গার্মেন্ট দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বেওয়ারিশ কবর সংরক্ষণের দাবি জানান। রাজধানী ঢাকা, সাভার ও দেশের বিভিন্ন স্থানে পালিত নানা কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ করে তাজরীনের অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি অশ্রূজলে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মজীবী নারী নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, রানা প্লাজা ও তাজরীনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল করে। সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিকের সভাপতিত্বে বেলা ১১টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এতে বক্তব্য দেন। এ সময় বক্তারা শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণে জাতীয় মানদণ্ড তৈরি, অতীতের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ, কারখানায় শ্রম আইন নির্দেশিত নিরাপত্তাসংক্রান্ত বিধানের পূর্ণ বাস্তবায়ন, পোশাককর্মীদের বাধ্যতামূলক অগ্নিনির্বাপণ ও সুরক্ষা প্রশিক্ষণের আওতায় আনা, অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা, গার্মেন্টে নারী শ্রমিকদের নির্যাতনের ঘটনা বন্ধে দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিতসহ বিভিন্ন দাবি জানান। গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে সকাল ৯টায় তাজরীন ফ্যাশনের সামনে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও ১১টায় রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে তাজরীনের গেটে ফুল অর্পণ করে এক মিনিটি নীরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা শ্রম খাতকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় এনে সব কারখানার দুর্ঘটনার জন্য দায়ী দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ তাজরীন হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে গতকাল সকালে জুরাইন কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি ও প্রতিবাদ সমাবেশ করে। এতে সংগঠনের সভাপতি ফয়েজ হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা করুণা নয়, ক্ষতিপূরণ চান। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল সকালে জুরাইন কবরস্থানে শ্রমিকদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তাজরীন দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বেওয়ারিশ লাশের কবর সংরক্ষণের দাবি জানানো হয়। ফেডারেশন বেলা সাড়ে ১১টায় তাজরীনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্মরণে প্রতীক অনশন করে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সদস্যরা সকালে এক সমাবেশে তাজরীন মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিল করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এতে শ্রমিক নেত্রী মোশরেফা মিশু উপস্থিত ছিলেন। আমাদের সাভার প্রতিনিধি জানান, তাজরীন দুর্ঘটনার দুই বছর পূর্তিতে গতকাল সকালে নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টের প্রধান ফটকের সামনে আগুনে পুড়ে যাওয়া নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে রানা প্লাজা ধসের ২০ মাস পূর্তিতে সকালে সাভারে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজা ও আশুলিয়ার তাজরীন গার্মেন্টের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সর্বশেষ খবর