মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনে যাচ্ছেন আজ

হতে পারে জ্বালানি বিনিময় চুক্তি

হতে পারে জ্বালানি বিনিময় চুক্তি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধিতে বহুমাত্রিক যোগাযোগের তিন চুক্তি অনিশ্চয়তায় পড়লেও এর মধ্যে আলোর মুখ দেখতে পারে জ্বালানি (বিদ্যুৎ) বিনিময় সংক্রান্ত চুক্তি। গতকাল দ্বিতীয় দিনে শুরু হওয়া সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পাকিস্তান কিছু শর্ত শিথিল করার ঘোষণা দিলে এ সম্ভাবনা দেখা দেয়। তবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহনে সার্ক মোটরযান চুক্তি এবং আঞ্চলিক রেলওয়ে চুক্তির ভাগ্য কী হবে, তা গতকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। নেপালে সার্ক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী এবং আফগানিস্তান ও মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি না থাকলেও নেপালে আট দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের একসঙ্গে প্রায় দুই দিন কাটানোর সুবাদে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আজ অনুষ্ঠিত হবে সার্কের কাউন্সিল মন্ত্রীদের ৩৬তম সেশন। ২৬ ও ২৭ নভেম্বর হবে সার্ক শীর্ষ নেতাদের বৈঠক। ওই বৈঠকেই আলোচনার পরে নির্ধারিত হবে সার্ক সদস্যদের আগামী এক বছরের পথচলা। সার্ক রাষ্ট্রগুলোর জনগণের আইনগত অধিকার এবং মাদক নিয়ন্ত্রণ, গুণগত শিক্ষা, সার্কের সর্বোচ্চ ও স্বীকৃত কমিটির বৈঠক, সার্ককে আরও গতিশীল করার কৌশল নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে সার্ক সচিবালয়ের পক্ষ থেকে। নিয়ম অনুযায়ী গতকাল অনুষ্ঠিত প্রোগ্রাম কমিটির সুপারিশ স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা-পর্যালোচনা শেষে তা উপস্থাপন করা হবে সার্ক কাউন্সিল মন্ত্রীদের সেশনে। সেখান থেকে আলোচনার বিষয়বস্তু যাবে সার্ক শীর্ষ নেতাদের বৈঠকে। সার্ক শীর্ষ নেতাদের আলোচনার পরে মূলত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। প্রসঙ্গত, তৃতীয়বারের মতো সার্ক সম্মেলনের আয়োজন করছে কাঠমান্ডু। ১৯৮৭ সালে প্রথম এবং দ্বিতীয়বার ২০০২ সালে সার্ক সম্মেলনের আয়োজন করেছিল দেশটি। নেপালের রাষ্ট্রীয় গৃহসভা (ন্যাশনাল সিটি হল) ভিরুকুটি মান্ডবে অনুষ্ঠিত হবে এবারের সার্ক শীর্ষ সম্মেলনের মূল আয়োজন। সর্বশেষ সার্কের ১৭তম সম্মেলনটি হয়েছিল মালদ্বীপের আদ্দু সিটিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির জন্য ১৯৮৫ সালে যাত্রা শুরু হয় সার্কের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এর উদ্যোক্তা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা- এ সাত রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল আঞ্চলিক এই সংস্থাটি। ২০০৭ সালে আফগানিস্তান যোগ দেওয়ায় সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র আটটি। সার্কের বর্তমান বয়স ২৯ বছর। চীন, জাপান, ইরান, মিয়ানমার, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া বর্তমানে সার্কের পর্যবেক্ষক সদস্য। তবে এবারের সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অতিথি রাষ্ট্র হিসেবে যোগদান করবে বলে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ খবর