শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ঝামেলা হইতাছিল, তাই বুকের ওপর বইস্যা গলাটিপা মারছি

বিশ্ববিদ্যালয়ছাত্র রাব্বী হত্যায় আটক তিন

ঝামেলা হইতাছিল, তাই বুকের ওপর বইস্যা গলাটিপা মারছি

গোলাম রাব্বী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম রাব্বীকে অপহরণ করে হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন বিপ্লব মোল্লা, রাজা প্রামাণিক ও শাহানুর শেখ। বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া থেকে র‌্যাবের একটি দল তাদের আটক করে। এ বিষয়ে জানাতে গতকাল মিরপুরের র‌্যাব-৪-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। বিপ্লব এ সময় বলেন, ‘ঝামেলা হইতাছিল, তাই বুকের ওপর বইস্যা শাহানুর আর আমি গলাটিপা মারছি। রাজা রাব্বীর পা চাইপ্যা ধরছিল।’
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ১৯ নভেম্বর কল্যাণপুরের বাসা থেকে আইএসটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র গোলাম রাব্বীকে অপহরণ করা হয়। পরদিন রাব্বীর মোবাইল থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। রাব্বীর বাবা আনোয়ার হোসেন র‌্যাব-৪-এ অভিযোগ করলে তাকে উদ্ধারের কাজ শুরু হয়। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র‌্যাব জানতে পারেন ছালাম, বিপ্লব, রাজা ও শাহানুর কৌশলে রাব্বীকে পাবনার সাঁথিয়া উপজেলার হুইখালী নইলার বিল এলাকায় নিয়ে যান। সেখানেই তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ড্রেনে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন। তিনি জানান, ২৫ নভেম্বর রাব্বীর গলিত লাশ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ। এরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল সাঁথিয়ার কাশিনাথপুর বাজার থেকে হত্যায় সরাসরি জড়িত বিপ্লব ও রাজাকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহানুরকেও আটক করা হয়। তারা মুক্তিপণের টাকা আদায় এবং হত্যার আলামত গোপন করার জন্য লাশ গুমের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

 

সর্বশেষ খবর