রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

শীতলক্ষ্যায় নৌকাবাইচ

শীতলক্ষ্যায় নৌকাবাইচ

প্রায় ৫০ বছর পর নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে শীতলক্ষ্যা নদীতে এ বাইচের আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন করে জেলা প্রশাসন।
প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ-শিশু ভিড় জমায়। দিনভর চলে উৎসবুখর পরিবেশে প্রতিযোগিতা। দুই পর্বের প্রতিযোগিতায় প্রথম পর্ব চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। নদীর মদনগঞ্জ মোহনা থেকে এ বাইচ শুরু হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান নিট কনসার্ন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ও ফকির নিটওয়্যার। প্রতিযোগিতায় অংশ নিয়ে শুভেচ্ছা পুরস্কার পেয়েছে বিকেএমইএ, ইয়ার্ন মার্চেন্ট ও নারায়ণগঞ্জ ক্লাব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

সর্বশেষ খবর