রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

রুবেলকে নিয়ে অপেক্ষায় বিসিবি

রুবেলকে নিয়ে অপেক্ষায় বিসিবি

মাঠ ছেড়ে মাঠের বাইরে জায়গা নিয়েছে ক্রিকেট। শিল্প আর সৌকুমার্যের খেলা ক্রিকেট এখন প্রশ্নের মুখোমুখি। ক্রিকেটের বাইরের অস্বাভাবিক বিষয়গুলো প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন নিন্দুকেরা। এমনই এক বিষয় ‘রুবেল-হ্যাপী’ প্রেমকাব্য। গত দুই সপ্তাহ ‘রুবেল-হ্যাপী’ আলোচনায় সরব বাংলাদেশ। জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর আঁধার জগতের বিষয়টি এখন সর্বাধিক আলোচিত বিষয়। একজন আরেকজনকে দোষারোপ করছেন। বিষয়টি এতটাই উন্মুক্ত হয়ে পড়েছে যে, ক্রিকেটপ্রেমীরা শঙ্কায় পড়েছেন দেশের অন্যতম সেরা পেসার রুবেলের ভবিষ্যৎ ক্যারিয়ার  ও বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে। দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ভবিষ্যৎ চিন্তায় সবাই চাইছেন বিষয়টির একটি সুরাহা। সবাই চাইছেন বিশ্বকাপ ক্রিকেটে যেন বাংলাদেশ দলের উপর এর কু-প্রভাব না পরে।
জিম্বাবুয়ে সিরিজে দাপটের সঙ্গেই খেলেছেন রুবেল। আফ্রিকান প্রতিনিধিদের হোয়াইট ওয়াশের আনন্দে পুরো দেশ যখন ভাসছে, তখনই বোমা ফাটান হ্যাপী। ১৩ ডিসেম্বর নারী নির্যাতনের অভিযোগ এনে রুবেলের বিপক্ষে মামলা করেন এই মডেল। এরপর থেকেই মুখরোচক বিষয়ে পরিণত হন দুজনে। এখন দেশবাসী শুনছেন তাদের ফোনালাপ। তাতে বেরিয়ে আসছে অজানা কথা। ফোনালাপ বাইরে চলে আসায় বিপর্যস্ত পেসার রুবেল। মানসন্মান হারানোর ভয়ে আত্মগোপন করেছেন রুবেল। যদিও জামিন নিয়েছেন। তারপর থেকেই আত্মগোপনে রুবেল। বিপরীতে একের পর এক কথা বলে যাচ্ছেন হ্যাপী। কখনো বলছেন, রুবেল তাকে বিয়ে করলে মামলা উঠিয়ে নিবেন। কখনো বলছেন, তিনি বিয়েই করবেন না রুবেলকে। এমন দ্বিমুখী মন্তব্যের কারণ কি? কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই, তবে ধারণা করছেন। ক্রিকেটপ্রেমীদের মতে, ফিল্মি জগতে অবস্থান শক্ত করতে এমন অবস্থার তৈরি করেছেন। অনেকের মতে, আর্থিক বিষয়ও থাকতে পারে এতে। হয়তো আর্থিক কিছু পেলে বিষয়টি ধামাচাপা পড়তে পারে। বিষয়টি যতই নিন্দনীয় কিংবা সন্মানহানিকর হউক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরাসরি পাশে দাঁড়ায়নি পেসার রুবেলের। বিসিবি সভাপতি কয়েকদিন আগে বলেছেন, রুবেল যদি সত্যি সত্যি দোষী না হন, তাহলে বোর্ড অবশ্যই পাশে দাঁড়াবে। কাল বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিষয়টি অনেক সেনসেটিভ। এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। বিষয়টি সেনসেটিভ বলেই বিসিবি সরাসরি কিছু বলতে চাইছে না।’ হ্যাপীর কেসের পর ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ। অপেক্ষায় ক্রিকেট বোর্ডও। রিপোর্টের পর বুঝা যাবে, রুবেলের ভবিষ্যৎ। রিপোর্ট কি আসবে, অনুমেয় নয়। তারপরও ক্রিকেটপ্রেমীরা ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলে দেখতে চাচ্ছেন রুবেলকে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের হার্ড ও বাউন্সি উইকেটে মাশরাফির সঙ্গে নতুন বলে বোলিং করার ক্ষেত্রে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম সুহাস, মোহাম্মদ শহীদদের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে রুবেল। তাই ক্রিকেটপ্রেমীরা চাচ্ছেন, সবকিছুর অবসান এবং বিশ্বকাপে খেলুক রুবেল।

সর্বশেষ খবর