শিরোনাম
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

২৪ ঘণ্টায় পাঁচ লাশ উদ্ধার

ঢাকা ও গাজীপুরে পৃথক ঘটনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়া পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। নিহতদের কারও পরিচয় জানা যায়নি। গত রবিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত গাজীপুর, ঢাকার দয়াগঞ্জ, মগবাজার, বিমানবন্দর ও জোয়ারসাহারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গতকাল বেলা ২টার দিকে গাজীপুর মৌচাকে রেললাইনে অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া যায়। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর-ক্যান্টনমেন্টের মধ্যবর্তী এলাকায় রেললাইনে কাটা পড়ে আরেকজন পুরুষের (৩০) মৃত্যু হয়েছে। নিহতের পরনে ছিল কালো-সাদা পায়জামা এবং সাদা পাঞ্জাবি। সকাল সাড়ে ৯টার দিকে দয়াগঞ্জ ব্রিজ সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে একজন নারীর (২৪) মৃত্যু হয়। নিহতের পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ এবং জিন্সের প্যান্ট। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে মগবাজার পেয়ারাবাগ রেললাইনে একজন নারী (৩৫)। নিহতের পরনে ছিল লাল-হলুদ সালোয়ার কামিজ এবং রাত সাড়ে ১১টার দিকে জোয়ারসাহারায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে একজন পুরুষ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসি আরও জানান, শীতের কারণে মাথায় টুপি ও অনেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

 

সর্বশেষ খবর