শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ চাই

চরমোনাই পীর

নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ চাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, চলমান সংকট নিরসনে সরকারকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে হবে। তিনি গতকাল এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, গণতন্ত্র উদ্ধার আর গণতন্ত্র রক্ষার নামে অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে। অনেক হরতাল-অবরোধ হয়েছে। হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এত কিছু করার পরও কি সুস্থ কোনো রাজনৈতিক ধারা এবং সঠিক ও কল্যাণময় দেশ শাসনের কোনো পদ্ধতি গড়ে উঠেছে? তিনি বলেন, রাজনৈতিক সংকট ক্রমেই জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। রাজনীতির আগুনে প্রতিদিন দগ্ধ হচ্ছে সৃষ্টির সেরা আদম সন্তান। জননিরাপত্তা ভেঙে পড়েছে। উন্নয়ন-উৎপাদন, অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। হুমকিতে পড়েছে জাতীয় শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা। রাজনৈতিক সংকট জনজীবনকে এতটাই জিম্মি করে তুলেছে যে, খেটে খাওয়া মানুষ অর্ধাহারে-অনাহারে জীবন-যাপন করছে। সর্বত্র টেন্ডারবাজ, দখলবাজ, চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্রমাগত সমস্যা সৃষ্টি হতে হতে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। সংকট উত্তরণে ইসলামী আন্দোলন উদ্যোগ নেবে কি না- জানতে চাইলে বলেন, ‘এর আগে রাষ্ট্রপতিকে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছি। ১৯ জানুয়ারি খোলা চিঠির মাধ্যমে সরকারকেও দায়িত্ব নিয়ে সংকট সমাধানে গ্রহণযোগ্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া দূরের কথা, দেশে যে রাজনৈতিক সংকট চলছে ক্ষমতাসীনরা তা স্বীকার করতেও নারাজ।’
সংকট উত্তরণে পদক্ষেপ নেওয়ার দাবিতে তার সংগঠনের কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ ফেব্রুয়ারি সাদা পতাকা নিয়ে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন এবং ৮ ফেব্রুয়ারি জেলায় জেলায় ও ১৩ ফেব্রুয়ারি দেশের প্রতিটি উপজেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন। এর পরও সংকট সমাধানের উদ্যোগ নেওয়া না হলে দেশের শান্তিকামী ও দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সাদা পতাকা নিয়ে ঢাকা অভিমুখে শান্তি অভিযাত্রা বা ‘মার্চ ফর পিস’ কর্মসূচি নেওয়া হবে।

সর্বশেষ খবর