শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অবস্থা উত্তরণে আরও কৌশলী হতে হবে

ফরিদউদ্দীন মাসঊদ

অবস্থা উত্তরণে আরও কৌশলী হতে হবে

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসঊদ বলেছেন, চলতি অবস্থা থেকে উত্তরণে সরকারকে প্রয়োজনে আরও কৌশলী হতে হবে। সরকারকে অনুরোধ জানাব, জনগণের স্বার্থে যতটা নমনীয় হওয়া দরকার ততটা যেন হয়। তবে কোনো শক্তির কাছে মাথা নত করে নমনীয় হওয়ার কথা বলব না। যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে। সুযোগ হাতছাড়া হয়ে গেলে অগণতান্ত্রিক শক্তি এর সুযোগ গ্রহণ করবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
মাওলানা ফরিদউদ্দীন মাসঊদ বলেন, বর্তমান সংকট তৈরি করা হয়েছে। এ সংকটে কিছু সংখ্যক লোক যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। রাষ্ট্রে সরকারের বিরোধী পক্ষের আন্দোলন করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হত্যার কোনো অধিকার নেই। সরকারকে বিষয়টির গভীরে প্রবেশ করে এ অবস্থা থেকে উত্তরণের একটা উপায় বের করতে হবে। তিনি বলেন, চলমান আন্দোলনে সাধারণ মানুষ অংশ নিচ্ছে না। সন্ত্রাসীরা জনমনে ভয়ভীতি সৃষ্টি করতে চাইছে। আশঙ্কা হয়, জঙ্গিবাদীরা এর সুযোগ নেয় কিনা, যুদ্ধাপরাধী গোষ্ঠী এর দায়দা নেয় কিনা। তিনি বলেন, সরকারের উচিত জঙ্গিবাদীরা যাতে সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা। এ জন্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় উদগ্রীব জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

সর্বশেষ খবর