শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
অবরোধের ২৪ দিন

এবার হকারদের ওপর ককটেল

সিরাজগঞ্জে পুলিশের গুলি, চট্টগ্রামে ভূমি অফিসে আগুন

এবার স্পি­ন্টারের আঘাত থেকে রক্ষা পেলেন না হকাররাও। রাজধানীর নিউমার্কেটে উপর্যুপরি ককটেল হামলায় আহত হয়েছেন ছয় হকারসহ আটজন। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে গতকাল হরতাল পালিত হয়েছে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায়। এর মধ্যে সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পেছন থেকে গুলি করলে এক শিশুসহ পাঁচ আওয়ামী লীগ সমর্থক আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামে ভূমি অফিসের জানালার গ্লাস ভেঙে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লালমনিরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এ ছাড়া সিলেটে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নাশকতার আশঙ্কায় যৌথবাহিনী সারা দেশে গ্রেফতার করেছে ৩৯১ জনকে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে গতকাল রাজধানীতে ২৪ দিনের মতো ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের ঢিলেঢালা অবরোধ পালিত হয়েছে। নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে ছয় হকারসহ আটজন আহত হন। এদিকে গতকালও নগরীতে হরতালের প্রভাব পড়েনি। সকাল থেকেই রাজপথে সব ধরনের গাড়ি চলাচল করেছে। হঠাৎই নিউমার্কেট ২ ও ৪ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ফুটপাতের ছয় হকারসহ আটজন আহত হন। এরা হলেন শাহজালাল, নাজিম উদ্দিন, সজল, পিয়ার হোসেন, হাজারি, জামাল হোসেন, সীমান্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদুল ইসলাম। এদের প্রত্যেকের বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত নিউমার্কেট ২ ও ৪ নম্বর গেটের সামনে পরপর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে ফুটপাতের দোকানি, মার্কেটে আসা ক্রেতারা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। ককটেলের স্পি­ন্টারে গেটের সামনের ফুটপাতের হকারসহ আহত হন বেশ কয়েকজন। এরপর একই স্থানে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বেলা ৩টার দিকে বিআরটিসির একটি দ্বিতল বাসে এবং সন্ধ্যা ৭টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় পেট্রল ঢেলে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ : বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছে শিশুসহ আওয়ামী লীগের পাঁচ সমর্থক। শহরের সয়াধানগড়া মহল্লার সার্কিট হাউসের কাছে গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সয়াধানগড়া মহল্লার শিশু রুপো (১১) ও সোহেলের (২২) অবস্থা গুরুতর। মোল্লাবাড়ী ও সমাজকল্যাণ মোড় এলাকার বিএনপি-জামায়াত সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সার্কিট হাউসের সামনের ব্রিজের ওপর পিকেটিং করার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগ সমর্থিতরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ও পেছন থেকে গুলি চালালে আওয়ামী লীগ সমর্থিত শিশু রুপো, সোহেল, সৌরভ ও আক্তার আহত হয়। এদের মধ্যে রুপোর মাথায় ও সোহেলের পায়ে গুলি লাগে। চট্টগ্রাম : মিরসরাই উপজেলার ভূমি অফিসের জানালার গ্লাস ভেঙে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে শতাধিক নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খুলনা :  খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ও জেলা জজের বাসভবন লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সারা দেশে গণগ্রেফতার : যৌথবাহিনীর অভিযানে গতকাল রাজধানীসহ সারা দেশে ৩৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ৪২, যশোরে ৫৬, রংপুরে ৪৪, সাতক্ষীরায় ৩৮, হবিগঞ্জে ৩২, বগুড়ায় ৩১, নোয়াখালীতে ২৯, গাইবান্ধায় ২৩, ব্রাহ্মণবাড়িয়ায় ১২, চট্টগ্রামে ১০, কুমিল্লায় ৯, ময়মনসিংহে ৮, ঝিনাইদহে ৭, কুষ্টিয়ায় ৭, সাভারে ৭, চাঁদপুরে ৭, গাজীপুরে ৬, মানিকগঞ্জে ৬, চাঁপাইনবাবগঞ্জে ৬, বরিশালে ৪, জয়পুরহাটে ৪ ও ঝিনাইদহে ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সর্বশেষ খবর