শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
সংস্কৃতি

সুরের মুগ্ধতায় শেষ হলো সুফি ফেস্ট

সুরের মুগ্ধতায় শেষ হলো সুফি ফেস্ট

সংগীত পরিবেশন করছেন রাহাত ফতেহ আলী খান -জয়ীতা রায়

সুরের সঙ্গে বইছিল হিমেল বাতাস। সুফিবাদের অবগাহনে বিশুদ্ধ হতে শীতের তীব্রতাকে উপেক্ষা করেই সামরিক জাদুঘরে ভিড় জমিয়েছেন সংগীতানুরাগীরা। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খানকে কাছ থেকে এক নজর দেখা ও তার সুরে হারিয়ে যাওয়ার নিমিত্তে সব প্রতিকূল পরিস্থিতিকে এড়িয়ে সুরের আসরে হাজির হয়েছিল সংগীত ও সুফিবাদের নিগূঢ়তায় বিশ্বাসীরা। মঞ্চ থেকে     যখন ঘোষণা আসছিল- এখন আসছেন আপনাদের প্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান তখন ভক্ত ও অনুরাগীরা মেতে ওঠেন আনন্দ আর উচ্ছ্বাসে। এ সময় মুহুর্মুহু করতালিতে সৃষ্টি হয় এক অনিন্দ্য সুন্দর পরিবেশ। আর রাহাত ফতেহ আলী খানও নিরাশ করেননি তার ভক্তদের। রাহাত ফতেহ আলী খানের সুরের মুগ্ধতায় রাজধানীর সামরিক জাদুঘরে শেষ তিন দিনব্যাপী ‘সুফি ফেস্ট-২০১৫’। গতকাল শেষ হয় ব্লুজ কমিউনিকেশন্স আয়োজিত এই সুরের আয়োজন। সুফি সংগীতের এই আসরে রাহাত ফতেহ আলী খান চাচা প্রয়াত ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের গাওয়া কাওয়ালি ‘আল্লাহু আল্লাহু আল্লাহু’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু করেন তার পরিবেশনা। একে একে তিনি পরিবেশন করেন ‘সুরিলি আঁখিও ওয়ালে’, ‘কেসা ইয়ে ইশক হে’, ‘তুমে দিল লাগি’, ‘ওরে পিয়া’, ‘তুম জো আয়ে জিন্দেগিকে বাত বান গায়ি’, ‘সাজনা তেরা সাজনা’ ইত্যাদি গান।

সর্বশেষ খবর