বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

প্রিজন ভ্যানে ককটেল, মিন্টুর গ্রামের বাড়িতে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। সিলেটে পুলিশের প্রিজন ভ্যান লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সিলেটের বাসায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ফেনীর গ্রামের বাড়িতে আগুন, গুলি ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একই জেলায় দাগনভূঞা পৌরসভার কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। রাজধানীর শাহবাগে ছবির হাটের সামনে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন। চট্টগ্রামে পথচারীসহ তিনজন আহত হয়েছেন ককটেল বিস্ফোরণে। লক্ষ্মীপুর ও নোয়াখালীতে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। নেত্রকোনায় ট্রাকে পেট্রলবোমা হামলা চালালে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন চালক ও হেলপার। এদিকে মৌলভীবাজারে পিকেটারদের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে জনতা। অন্যদিকে বগুড়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সারা দেশে সহিংসতার ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ১২৫ জনকে। প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপাড়ের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জানা যায়, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় দুর্বৃত্তরা একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি বাসার দরজার সামনে বিস্ফোরিত হয়। এদিকে নগরীর বন্দরবাজারে করিম উল্লাহ মার্কেটের সামনে পুলিশের প্রিজন ভ্যান লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রিজন ভ্যানটিতে আদালত থেকে আসামি কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল সন্ধ্যায় মার্কেটের তৃতীয় তলা থেকে পরপর ছয়টি ককটেল ছোড়া হয়। তবে প্রিজন ভ্যানে ককটেল না লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফেনী : ফেনীর দাগনভূঞা পৌরসভার কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় পৌরসভার একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে তারা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে চালক লাতু মিয়া আহত হয়েছেন। পুলিশ ও পৌর কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা পৌর চত্বরের বাইরে আগুন জ্বালিয়ে দেয় এবং কার্যালয় ভাঙচুর করে। একপর্যায়ে তারা পিকআপ ভ্যানের দিকে ককটেল ও গুলি ছুড়লে চালক লাতু মিয়া আহত হন। পরে তারা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ফেনীর গ্রামের বাড়িতে আগুন, গুলি ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ১১টার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে শহরের দাউদপুর এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি হিউম্যান হলারে গতকাল সকালে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। অটোরিকশা ও হিউম্যান হলারটি দাউদপুরে এলে যাত্রীদের নামিয়ে আগুন দেয় তারা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় গতকাল রাত ৯টায় পেঁয়াজবোঝাই একটি ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িটির হেলপার ইউনুস আলী ককটেলের স্পি­ন্টারে আহত হন। চট্টগ্রাম : নগরীর চকবাজার থানার গুলজার মোড় ও কাঁচাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালক ও দুই পথচারী। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক আমির হোসেন (৩৫), পথচারি সাখাওয়াত হোসেন (৩০) ও মোহাম্মদ নেছার (৩২)। তাদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গোলজার মোড় এলাকায় পরপর দুটি ও কাঁচাবাজার এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে। খুলনা : একুশে বইমেলায় গতকাল রাতে ফের বোমা হামলায় মহানগর পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন পুলিশের নায়েক দিলীপ কুমার দাশ (৫০) ও কনস্টেবল শিমুল হোসেন (২৮)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমার স্পি­ন্টারের আঘাতে আহতদের পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমা বিস্ফোরণের সময় বইমেলায় আগতদের আতঙ্কে এদিক-সেদিক ছুটাছুটি করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঢাকা : শাহবাগে ছবির হাটের সামনে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন। এরা হলেন মো. তোহা হোসেন, তিশা রায় ও আইনজীবী জোসনা সরদার। সন্ধ্যার পর তারা ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ সেখানে তিন-চারটি ককটেল বিস্ফোরিত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা অবরোধ-হরতালে গতকাল রাজধানীর পরিস্থিতি ছিল স্বাভাবিক। তিনটি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে। তবে যাত্রীর সংখ্যা ছিল কম। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে যানজট। স্কুল-কলেজ খোলা থাকলেও ক্লাস হয়নি। কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন ছেড়ে গেছে। লঞ্চ চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠান এবং গার্মেন্টস খোলা ছিল। এর আগে মঙ্গলবার রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে পাঁচটি পেট্রলবোমাসহ তিন দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। সন্ধ্যার পর গুলশান ১ নম্বর সার্কেলের গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে থেকে ১০টি পেট্রলবোমাসহ বাবু ও নাজমুল হাসান নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব। প্রায় একই সময় পল্টন থানার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে পল্টন থানার পাশে সিটি হার্ট মার্কেটের সামনে অপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শিকড় পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে গতকাল সন্ধ্যায় একটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় চালক ও হেলপার দ্রুত স্থান ত্যাগ করে নিজেদের রক্ষা করেন। নোয়াখালী : জেলার সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাটে গতকাল বিকেলে দুটি সিএনজি ও দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নেত্রকোনা : জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে মঙ্গলবার রাত ৯টায় নুড়িপাথরভর্তি একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে। এতে চালক ও হেলপার আহত হয়েছেন। ট্রাকটি সোমেশ্বরী নদী থেকে নুড়িপাথর বোঝাই করে ময়মনসিংহ যাচ্ছিল। বিরিশিরি পিসিনল উচ্চবিদ্যালয়ের সামনে আসামাত্র দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়। এতে চালক আশরাফুল ও হেলপার সোহাগ মিয়া আহত হন। তবে তারা আগুন থেকে রক্ষা পেয়েছেন। মৌলভীবাজার : কুলাউড়া-জুড়ী সড়কের মাহতাব ছায়েরা স্কুলের সামনে গতকাল দুপুরে পিকেটারদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কুলাউড়া ও জুড়ী উপজেলার ২০-দলীয় জোটের কিছু কর্মী স্কুলটির সামনে হরতালের সমর্থনে স্লোগান দিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় লোকজন তাদের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। সিরাজগঞ্জ : শহরের হাসপাতাল রোড ও ইবি রোডে গতকাল ভোরে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। এতে কেউ হতাহত না হলেও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বরগুনা : সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের আবদুল হক দেওয়ান নামের এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল বেলা  সাড়ে ১১টায় ১১টি তাজা পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।  গণপ্রেপ্তার : নাশকতায় জড়িত অভিযোগে গত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনী, র‌্যাব ও পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত, বিএনপি ও শিবিরের ১২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বগুড়ায় ২৩, গাইবান্ধায় ২৩, চাঁপাইনবাবগঞ্জে ১৮, ঢাকায় ১২, মানিকগঞ্জে ১২, নোয়াখালীতে ১১, সিরাজগঞ্জে ১০, পঞ্চগড়ে ৫, চাঁদপুরে ৪, বাগেরহাটে ৪ ও বরিশালে গ্রেপ্তার হয়েছেন ২ জন। এদিকে ফেনীর মাতৃভূঁঞায় মঙ্গলবার রাতে বাসে পেট্রলবোমা ও ককটেল মেরে নাশকতার অভিযোগে দাগনভূ্ঞাঁ থানায় মামলা করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মীকে এবং অসংখ্য অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাসে পেট্রলবোমা ও ককটেল হামলার ঘটনায় সাতজন অগ্নিদগ্ধসহ নয়জন আহত হন।
গুরুতর অবস্থায় দগ্ধদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
অন্যদিকে মানিকগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, বাগেরহাটের কচুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা শেখ রফিকুল ইসলাম, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা জামায়াতের আমির আবদুল হাকিম এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা (পূর্ব) শিবিরের সভাপতি আবু ছায়েদ শামীমকে মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সর্বশেষ খবর