শিরোনাম
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আজকের এসএসসি পরীক্ষা স্থগিত

২০ দলের হরতালের কারণে আজকের এসএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে। গতকাল সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ফিকহ ও উসুলুল ফিকহ; কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি ভোকেশনালে পদার্থবিজ্ঞান-২ (১৯২৫, সৃজনশীল) ও পদার্থবিজ্ঞান-২ (৮১২৫, সৃজনশীল/সাধারণ) এবং দাখিল ভোকেশনালে পদার্থবিজ্ঞান-২ (১৭২৫, সৃজনশীল) ও পদার্থবিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা ছিল। হরতালের কারণে এ নিয়ে পাঁচ দিনে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো। সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর